অনলাইন কিছু কেনার পরিকল্পনা আছে? সেক্ষেত্রে এখন ভাল সুযোগ। চলছে আমাজন প্রাইম সেল ২০২১ । স্মার্টফোন থেকে হোম অ্যাপ্লায়েন্স বিভিন্ন ক্ষেত্রে পাবেন আকর্ষণীয় ছাড়।তাছাড়া আমাজন প্রাইম মেম্বার হলে সেল শেষ হওয়ার আগেই আরও অনেক বেশি সুবিধা পাবেন।ইতিমধ্যেই চাহিদার কারণে অনেক জিনিসই সোল্ড আউট হয়ে গিয়েছে। কিন্তু এখনও বেশ কিছু প্রোডাক্টে থাকছে ছাড়। সেরকমই কয়েকটা প্রোডাক্টের কথা জানানো হল এই প্রতিবেদনে।Samsung Galaxy Note 20 (Mystic Green, 8GB RAM, 256GB Storage)লিস্টেড হওয়ার সময়ে Samsung Galaxy Note 20-র দাম ছিল ৮৬,০০০ টাকা। এখন প্রাইম ডে সেলের অফারে সেটা মিলবে ৫৪,৯৯৯ টাকায়।HP Pavilion গেমিং ল্যাপটপগেমিংয়ের শখ থাকলে এটি একটি ভাল বিনিয়োগ হতে পারে। অন্যদিকে অনেকেই করোনা পরিস্থিতিতে বাড়িতে কাজের জন্য ভাল ল্যাপটপের খোঁজ করছেন। সেক্ষেত্রে এটি একটি ভাল অপশন। এর মূল কারণ হল, গেমিং ল্যাপটপে গেম খেলা ছাড়াও প্রসেসিং-হেভি কাজ, যেমন ভিডিয়ো এডিটিং খুব স্মুদলি হয়।এর লিস্টেড প্রাইস ৭৭,৫৪৯ টাকা। কিন্তু প্রাইম সেলে মিলবে ৬৬,৪৯০ টাকায়।Boult Audio ProBass হেডফোনঅ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, ৪০ মিটারের অপারেটিং ডিসট্যান্সের এই ব্লু-টুথ হেডফোন সত্যিই আকর্ষণীয়। প্রাইম ডে সেলে এটি পাবেন ৩,৪৯৯ টাকায়। লিস্টেড প্রাইস ৯,৯৯৯ টাকা।