ঠিক এরকমই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ২০০৮ সালে আত্মপ্রকাশ করেছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। একসূত্রে গেঁথে গিয়েছিল খেলা ও বিনোদন জগৎ। ভারতে মনোরঞ্জনের উপকরণ হিসেবে বলিউড ও ক্রিকেটের যথাযথ মিশেল চোখে পড়ে সেই থেকেই।
অন্যথা হল না উইমেন্স প্রিমিয়র লিগের বেলাতেও। শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান দুই বলিউড সুন্দরী কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন।
দুই তারকার ডান্স পারফর্ম্যান্সের পরে মঞ্চের দখল নেন এপি ধিলন। গানের তালে ডিওয়াই পাতিলের গ্যালারিকে উদ্বেল করেন ধিলন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টা নাদাগ। প্রায় ৪০ মিনিট চলে নাচ-গানের অনুষ্ঠান।
আরও পড়ুন:- পূজারা ছক্কা মারলে অর্ধেক গোঁফ কামাবেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন অশ্বিন, তাহলে কি…? মনে করাল রয়্যালস
ঠিক তার পরেই একে একে মঞ্চে আসেন বিসিসিআই কর্তারা। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা-সহ অন্যান্য বোর্ড কর্তারা।
আরও পড়ুন:- WPL 2023: উইমেন্স প্রিমিয়র লিগ থেকে ছিটকে গেলেন ডটিন, উদ্বোধনী ম্যাচের আগেই পরিবর্ত খুঁজে নিল গুজরাট
একে একে মঞ্চে ডাকা হয় পাঁচ দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং, বেথ মুনি, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও অ্যালিসা হিলিকে। পাঁচ ক্যাপ্টেন একসঙ্গে উন্মোচন করেন উইমেন্স প্রিমিয়র লিগের ঝকঝকে ট্রফি।
আরও পড়ুন:- IND vs AUS: ইনিংসে ৮ উইকেট নেওয়ার মাহাত্ম্য, লিয়নের ঘূর্ণিতে ল্যাজেগোবরে হয়ে তাঁকেই সেরা মেনে নিলেন রোহিত