অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। এ জন্য চলতি সপ্তাহে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরতে পারেন মহম্মদ শামি। তবে জসপ্রীত বুমরাহের ফিটনেস রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন… ইংল্যান্ডের ১৮ বছরের যুবতীর শিকার ভারতের ছয় ব্যাটার! বিশ্ব ক্রিকেটের নজরে রিয়ানা
চোটের কারণে এশিয়া কাপে খেলেননি জসপ্রীত বুমরাহ। বুমরাহ বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাঁর ফিটনেস সম্পর্কে কোনও স্পষ্ট ছবি পাওয়া যায়নি। এদিকে ৩২ বছর বয়সী শামি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অংশ ছিলেন। কিন্তু এরপর থেকে তিনি আর এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
ইনসাইড স্পোর্টস-এ নির্বাচক কমিটির এক সদস্য বলেছেন,‘বুমরাহের ফেরার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেব না। তিনি এই সপ্তাহে এনসিএতে ফিরবেন, যেখানে তাঁর চোট পরিদর্শন করা হবে। আমরা পরিষ্কার ধারণা পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ফাস্ট বোলার দরকার আছে কি না।’
আরও পড়ুন… ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগে বিরাট কোহলির রহস্যময় বার্তা! শুরু নতুন বিতর্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।