আইপিএলের পরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল নামায় ভারত। পরে সিনিয়র ক্রিকেটাররা যখন ইংল্যান্ডে, আয়ারল্যান্ড সফরে কার্যত দ্বিতীয় সারির জাতীয় দল পাঠায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের দল থেকেও কয়েকজন সিনিয়র তারকাকে সরিয়ে রেখেছন ভারতীয় নির্বাচকরা। এবার শোনা যাচ্ছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারত কয়েকজন প্রথম সারির অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে।
ইংল্যান্ড সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে টিম ইন্ডিয়া। ২২ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ খেলবে ভারত। জাতীয় নির্বাচকরা এখনও দু'টি সীমিত ওভারের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেননি। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, নির্বাচক প্রধান চেতন শর্মা এজবাস্টন টেস্টের পরে কোহলি, রোহিত, বুমরাহদের মতো সিনিয়রদের সঙ্গে কথা বলবেন বিশ্রাম নিয়ে।
রোহিত, কোহলি, বুমরাহরা দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবেন তাঁরা। ২টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। অবশেষে ক্যাপ্টেন্সি ফিরে পাচ্ছেন রোহিত।
আরও পড়ুন:- TNPL 2022: বল করলেই বেদম মার! TNPL-এ ৪ ওভারে ৫০ রান খরচ KKR তারকার, বাদ পড়বেন এবার?
আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নবাগত কয়েকজন ক্রিকেটারকে পুনরায় মাঠে নামাতে চাইছেন নির্বাচকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।