
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বর্তমানে শিখর ধাওয়ানদের টিম ইন্ডিয়া রয়েছে মুম্বইয়ের টিম হোটেলে। সেখানেই নিভৃতবাসে দিন কাটাচ্ছে মেন ইন ব্লুজ। হোটেলের মধ্যেই শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেদেরকে প্রস্তুত করছেন ধাওয়ান, চাহাররা। ২৮শে জুন শেষ হচ্ছে দ্রাবিড়ের ছেলেদের নিভৃতবাস। তারপরেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে সাদা বলের সিরিজ খেলতে রওনা দেবে শিখর ধাওয়ানদের টিম ইন্ডিয়া। কিন্তু তার আগে মুম্বইয়ের টিম হোটেলের একটি খাবারের স্বাদ জয় করেছে ভারতীয় ক্রিকেটারদের মন। শ্রীলঙ্কাতে উড়ে যাওয়ার আগে সেই খাবারের সন্ধান দিলেন ধাওয়ান নিজে। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেটি পোস্টও করে।
ভারতীয় ক্রিকেটারদের হট ফেবারিট পদে জায়গা করে নিয়েছে ‘Mock Duck’। সঞ্জু স্যামসন থেকে হার্দিক পান্ডিয়া সকলেই অর্ডার করছেন তাদের প্রিয় এই খাবার। এমন অবস্থায় হোটেলের শেফ, মেন ইন ব্লুজের অধিনায়ককেও এই খাবার খেতে বলেন। যা খাবার পরে এই মক ডাকের প্রেমে পড়ে যান শিখর ধাওয়ান। পরবর্তি সময়ে গব্বরও এই মক ডাক পছন্দ করছেন। ভিডিওতেই তা স্পষ্ট।
রবিবারে দুপুরের ভারতীয় ক্রিকেটারদের পছন্দের খাবারের সেই ভিডিও প্রকাশ করা হল। এই ভিডিওতে প্রথমে মক ডাক সম্বন্ধে জানান দলের অধিনায়ক। এরপরেই ধাওয়ানদের হেঁশেলে ঢু দেয় বিসিসিআই-এর ক্যামেরা। সেখানেই শেফ জানান তাঁরা কতটা যত্ন দিয়ে এই পদ রান্না করছেন। শেফ জানান টিম ইন্ডিয়ার কোন কোন তারকা এই পদের অর্ডার করছেন।
হোটেলের শেফ জানান, সঞ্জু স্যামসন আগে থেকেই এই খাবার পছন্দ করতেন এবং অর্ডার করতেন। শিখর ধাওয়ানকে এই খাবার চেখে দেখার কথা বলেন শেফ নিজে। তারপর গব্বরও এটাকে পছন্দ করতে শুরু করেন। পান্ডিয়া ভাইয়েরা ৩-৪ দিন ধরে দিনে দুই বার এই খাবারের অর্ডার করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus