বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে সেরেনা উইলিয়ামসের। এক সময়ের অবিসংবাদী বিশ্বসেরার র্যাঙ্কিংও নেমে গিয়েছে অনেকটা নীচে। প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে রয়েছেন প্রায় এক বছর। তবুও তিনি এক বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে লড়াই চালালেন প্রাণপন। কিন্তু শেষ রক্ষা হল না। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল সেরেনাকে।
গত বছর চোটের কারণে এই উইম্বলডন থেকে ছিটকে গিয়েছিলেন। চোট পেয়ে কেঁদে ভাসিয়ে ছিলেন তারকা টেনিস প্লেয়ার। তার পর অবশ্য চোট সারিয়ে ফের কোর্টে ফিরে দীর্ঘ পরিশ্রম করেছেন। অনুশীলনে খামতি রাখেননি। এক বছর প্রতিযোগিতামূলক টেনিস থেকে বাইরে থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছিলেন। লক্ষ্য ছিল, ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়া। কিন্তু প্রথম রাউন্ডেই হারমোনি টানের কাছে হেরে ছিটকে যেতে হল সেরেনাকে।
আরও পড়ুন: আছাড় খেলেন কোর্টে, উঠে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ
তবে হারমোনি যে সহজে জয় পেয়েছেন, তা নয়। সেরেনা মারাত্মক লড়াই করেছিলেন। তা খেলার ফলেই প্রমাণিত। হারমোনির পক্ষে খেলার ফল ৭-৫, ১-৬, ৭-৬ (১০-৭)। তবে লড়াই করেও প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার গ্লানি নিয়েই কোর্ট ছাড়তে হল সেরেনাকে।
আরও পড়ুন: উইম্বলডনে করোনার হানা! কোভিডের কারণে ছিটকে গেলেন গতবারের রানার্স আপ বেরেত্তিনি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।