ইউএস ওপেনের ম্যাচে দুরন্ত জয় পেল রোহন বোপান্না- আলদিয়া সুতজিয়াদি জুটি। পিছিয়ে পড়েও রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল এই জুটি। প্রথম সেটে পয়েন্টের খাতাই খুলতে পারেনি ভারতীয় বোপান্না এবং ইন্দোনেশিয়ার সুতজিয়াদি জুটি। কিন্তু দ্বিতীয় সেট থেকেই রাজকীয় প্রত্যাবর্তন করেন দুজনে। অনভিজ্ঞ সুতজিয়াদিকে নিয়েই অনবদ্য লড়াই দেন রোহন বোপান্না, আর তাতেই ইউএস ওপেনের মিক্সড ডবলসে কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পেয়ে গেলেন রোহন বোপান্নারা। অবশ্য ম্যাচ জিতলেও পরের রাউন্ডেই কার্যত ধর্মযুদ্ধের সামনে পড়ে গেলেন বোপান্না। কারণ তাঁর ডবলস পার্টনারের বিপক্ষেই শেষ আটে মিক্সড ডবলসে নামতে হবে বোপান্নাকে। অর্থাৎ সতীর্থই পরের রাউন্ডে শত্রুতে পরিণত হতে চলেছে ফ্লাশিং মেডোয়।
আরও পড়ুন-মেহেদির ঘূর্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভান্টেজ বাংলাদেশ…
অস্ট্রেলিয়ার জন পিয়ার্স এবং চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভার বিরুদ্ধে ইউএস ওপেনে মিক্সড ডবলসের ম্যাচে দুরন্ত জয় পেল রোহন বোপান্না, আলদিলা সুতজিয়াদি জুটি। পিয়ার্স এবং সিনিয়াকোভা দুজনেই অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রথম সেট ০-৬ ফলে হেরে যাওয়ার পরেও দুরন্ত কামব্যাক করে ম্যাচ জিতলেন বোপান্নারা। খেলার ফল রোহন বোপান্না, সুতজিয়াদির পক্ষে ০-৬, ৭-৫, ১০-৭। কোয়ার্টার ফাইনালেও অলিম্পিক্সের সোনার পদকজয়ী ম্যাথিউ এবদেন এবং উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভা জুটির মুখোমুখি হবে রোহন বোপান্না, আলদিলা সুতজিয়াদি জুটি। ফলে লড়াই বেশ কঠিন তাঁদের সামনে।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নেওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
বিষয়টা রোহন বোপান্নার কাছে ধর্মযুদ্ধেরই সামিল। আসলে অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবদেনেরে সঙ্গে দীর্ঘদিন জুটি বেঁধে পুরুষদের ডবলসে খেলেন রোহন বোপান্না। ইউএস ওপেনেও একই সঙ্গে জুঁটি বেধে খেলছেন দুজনে। কিন্তু মিক্সড ডবলসের কোয়ার্টারে দুই তারকা মুখোমুখি হতে চলেছেন। একদিকে সুতজিয়াদিকে নিয়ে লড়বেন রোহন বোপান্না, অন্যদিকে মহিলা টেনিস তারকা বারবোরা ক্রেজসিকোভার সঙ্গে জুটি বেঁধে শেষ আটে রোহনদের বিপক্ষে নামবেন ম্যাথিউ এবদেন। মঙ্গলবার রয়েছে ইউএস ওপেনের মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
আরও পড়ুন--লর্ডসে ইতিহাস জো রুটের! দুই ইনিংসেই শতরান! ধাওয়া করা শুরু মাস্টার ব্লাস্টারকে…
এদিকে মাইকেল এবদেনকে সঙ্গে নিয়েই ইউএস ওপেনে পুরুষদের ডবলসের রাউন্ড অফ সিক্সটিনে উঠেছেন রোহন বোপান্না। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাঁরা হারিয়ে দিয়েছেন ফেদেরিকো কোরেয়া, রবার্তো বায়েনা জুটিকে। স্ট্রেট সেটে জয় পেয়েছে বোপান্না এবদেন জুটি, খেলার ফল ৬-২, ৬-৪। তাঁদের পুরুষদের ডবলসে পরের ম্যাচ আর রাত বারোটায়। তাঁদের প্রতিপক্ষ আর্জেন্তিনা আন্দ্রেস মোলতিনি- ম্যাক্সিমো গঞ্জালেজ জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।