টিম ইন্ডিয়া কি ২০২২ বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট কোহলি। তাঁকে বাদ দিয়েই কি নতুন টি-টোয়েন্টি টিম তৈরি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে স্পষ্ট করে এর উত্তর দিয়েছেন।
আরও পড়ুন: India predicted XI vs New Zealand 3rd ODI: রায়পুরে ভালো খেলেও বাদ পড়তে পারেন শামি,উমরান পেতে পারেন সুযোগ
যদিও কোহলি সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সেরা ছন্দে রয়েছেন। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে রাখা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের আগে দ্রাবিড়কে সংক্ষিপ্ত ফর্ম্যাটে কোহলির ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এক সাংবাদিক প্রশ্ন করতে নিয়েছিলেন, ‘গত বছর পর্যন্ত টি-টোয়েন্টি দলে বিরাটের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল..’। প্রতিবেদককে মাঝপথে থামিয়ে দেন দ্রাবিড়। এবং অবাক করার মতো প্রতিক্রিয়া দেন। বলেন, ‘আমাদের দ্বারা ছিল না। মোটেও না, কখনও-ই নয়!’
দ্রাবিড়ের কাণ্ড দেখে সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। প্রাক্তন ভারত অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তি অবশ্য টি-টোয়েন্টিতে কোহলি এবং রোহিতকে আপাতত না খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে যখন যে ফর্ম্যাট অগ্রাধিকার পাবে, সেই ফর্ম্যাটেই খেলুক প্রথম সারির ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়া সিরিজ গুরুত্বপূর্ণ। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের ফরম্যাটেই জোর দিতে চেয়েছি। এক দিনের ক্রিকেটে বিরাট ছ’টা ম্যাচেই খেলেছে। ওকে এবং রোহিত-সহ বাকিদের বিশ্রাম দেওয়া দরকার, যাতে ২ ফেব্রুয়ারি জাতীয় শিবিরে তরতাজা হয়ে যোগ দিতে পারে।’
এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাটিং মাস্টার কোহলিকে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত করা হয়েছিল। তবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিতের নেতৃত্বাধীন ভারতের হয়ে সে ভাবে ছন্দে পাওয়া যায়নি কোহলিকে। প্রাক্তন ভারত অধিনায়ক তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে ১১ এবং ৮ রান করেছেন। মঙ্গলবার হোলকার ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে-তে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: স্মৃতি-হরমন ঝড়, ভারতীয় বোলারদের ক্লিনিক্যাল পারফরম্যান্স, উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
তার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গ টেনে দ্রাবিড় বলেছেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখনকার ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমাদের ভাবনাচিন্তা সর্বক্ষণ চলছে। আপনারা হয়তো বলবেন টি-টোয়েন্টি সিরিজে যাদের বিশ্রাম দেওয়া হয়েছে (রোহিত, কোহলি, কেএল রাহুল), সেটাকেই ওয়ার্কলোড নিয়ন্ত্রণ বলে। কিন্তু চোট নিয়ন্ত্রণ আর ওয়ার্কলোড নিয়ন্ত্রণ দু'টি আলাদা বিষয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।