ভারতকে শুটিং থেকে জোড়া ব্রোঞ্জপদক দেওয়া মনু ভাকের ফের লড়াইয়ে নামছেন শুক্রবার। এবার ২৫ মিটার এয়ার পিস্তলে। যদিও এই ইভেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে না। ২টি পর্বে অনুষ্ঠিত হবে যোগ্যতা অর্জনের লড়াই।
শুক্রবার তিরন্দাজি ও জুডোতে মেডেল ইভেন্ট রয়েছে। তবে ভারতীয় তারকাদের মেডেলের কাছে পৌঁছনোর আগে একাধিক নক-আউট ম্যাচ জিততে হবে। হকিতে ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখা যাবে শুক্রবার। এছাড়া গেমসের সপ্তম দিনে ভারত লড়াই চালাবে গলফ, সেইলিং, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সে।
শুক্রবার প্যারিস অলিম্পিক্সের সপ্তম দিনে (২ অগস্ট) ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: গলফের মেনস ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার।
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে (প্রেসিসন) নামবেন মনু ভাকের ও এষা সিং।
দুপুর ১টা: শুটিংয়ে ছেলেদের স্কিট ইভেন্টের প্রথম দিনের যোগ্যতা অর্জন পর্বে নামবেন অনন্তজিৎ সিং।
দুপুর ১টা ১৯ মিনিট: তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের রাউন্ড অফ ১৬-এ নামবেন ধীরাজ বোম্মাদেবারা ও অঙ্কিতা ভকত।
দুপুর ১টা ৩০ মিনিট: জুডোয় মেয়েদের ৭৮+ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এ নামবেন তুলিকা মন।
দুপুর ১টা ৪৮ মিনিট: রোয়িংয়ের মেনস সিঙ্গলস স্কালসে নামবেন বলরাজ পানওয়ার।
দুপুর ৩টে ৩০ মিনিট: শুটিংয়ে মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে (ব়্যাপিড) নামবেন মনু ভাকের ও এষা সিং।
দুপুর ৩টে ৪৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ৩ ও ৪-এ নামবেন নেত্র কুমানন।
বিকাল ৪টে ৪৫ মিনিট: ছেলেদের হকির পুল-বি'র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: ব্যাডমিন্টনে মেনস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে নামবেন লক্ষ্য সেন।
সন্ধ্যা ৭টা ৫ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ৩ ও ৪-এ নামবেন বিষ্ণু সর্বানন।
রাত ৯টা ৪০ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ৫০০০ মিটারের প্রথম রাউন্ডে নামবেন পারুল চৌধুরী ও অঙ্কিতা ধ্যানি।
রাত ১১টা ৪০ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের শট পাটে নামবেন তাজিন্দরপাল সিং তুর।
এছাড়া তিরন্দাজি ও জুডোয় ভারতীয় তারকার নিজেদের এক একটি ম্যাচ জিততে পারলে মেডেল রাউন্ড পর্যন্ত লড়াইয়ে নামবেন শুক্রবার। এখন দেখার যে, সপ্তম দিনে ভারতের ঝুলিতে নতুন করে কোনও পদক আসে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।