প্রথম দিনেই ভারোত্তলনে মীরাবাঈ চানুর রুপো দিয়ে পদকের খাতা খোলে ভারত। টোকিও অলিম্পিক্সের ১৩তম দিনে ভারতের খাতায় রয়েছে ৫টি পদক। টোকিওয় এখনও পর্যন্ত ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।
মোয়েদের ভারোত্তলন ছাড়া ছেলেদের কুস্তি থেকে এসেছে একটি রুপো। ১টি করে ব্রোঞ্জ পদক এসেছে মেয়েদের বক্সিং, মেয়েদের ব্যাডমিন্টন ও ছেলেদের হকি থেকে। এখনও বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
মেয়েদের হকি থেকে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। জ্যাভেলেন থ্রোয়ে নীরজ চোপড়ার মেডেল জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কুস্তিতে বজরংয়ের ইভেন্ট বাকি রয়েছে এখনও। গল্ফে অদিতি অশোক স্বপ্ন দেখাচ্ছেন পদকের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।