বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > নাটকীয় পটবদল, ৬-০'য় প্রথম সেট জেতা সানিয়া-অঙ্কিতা শেষমেশ হেরে বসলেন ম্যাচ
পরবর্তী খবর
দুরন্ত ছন্দে ম্যাচ শুরু করেন সানিয়া-অঙ্কিতা। তবে অবিশ্বাস্য কামব্যাকে কিচেনক বোনেরা শেষমেশ ম্যাচ ছিনিয়ে নেন ভারতীয় জুটির কাছ থেকে। অলিম্পিক্স টেনিসে এমন নাটকীয় পটপরিবর্তন খুব বেশি দেখা গিয়েছে বলে মনে হয় না।
রবিবার টেনিসের ওমেনস ডাবলসে অঙ্কিতা রায়নাকে নিয়ে কোর্টে নামেন সানিয়া মির্জা। প্রথম ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের যমজ বোন লিউডমিলা কিচেনক ও নাদিয়া কিচেনক।
হিন্দুস্তান টাইমস বাংলায় অলিম্পিক্সের যাবতীয় আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।