শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক গেমস শুরুর পর থেকে মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সমস্যার দেখা দিয়েছে। হচ্ছে বিতর্কও। বিশেষ করে পর্যাপ্ত খাবারের অভাব, পছন্দমতো খাবারের অভাবের ইস্যুটি বারবার সামনে উঠে এসেছে। এমন আবহেই এবার অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গিয়েছে অলিম্পিক্সেক গেমস ভিলেজে। সামোয়া দলের সঙ্গে এসেছিলেন তাদের বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। দুর্ভাগ্যজনক ভাবে গেমস ভিলেজেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গেমস চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়াতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া সামোয়া দলের অন্দরে। শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের তরফে। তাদের তরফে জানানো হয়েছে, সামোয়ার বক্সিং কোচ লিয়োনেল এলিকা ফাতুপাইতোর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
সামোয়ার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে শুক্রবারেই। লিয়োনেল এলিকা ফাতুপাইতো যখন গেমস ভিলেজে সামোয়ার অ্যাপার্টমেন্টে ছিলেন, সেই সময়েই ঘটেছে এই ঘটনা। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এই বিষয়ে। ফাতুপাইতোর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এই বিবৃতির মধ্যে দিয়ে। বক্সিং খেলার প্রতি তাঁর যে প্যাশন, যে নিষ্ঠা তাঁকে কুর্নিশ জানানো হয়েছে আইবিএর তরফে। আইবিএর তরফে জানানো হয়েছে, ফাতুপাইতোর হাত ধরে সামোয়ার বক্সিংয়ের যে উন্নয়ন শুরু হয়েছে, তা থামবে না। আরও আগে এগিয়ে যাবে। ফাতুপাইতো যে লিগ্যাসি গড়ে দিয়েছেন, তা ভবিষ্যতে নতুন প্রতিভাবান বক্সারদের তুলে আনতেও সাহায্য করবে বলে আইবিএর মত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।