টোকিও অলিম্পিক্সে দুরন্ত ফর্ম বজায় রাখলেন অদিতি অশোক। অলিম্পিক্সের গল্ফ থেকে ভারতকে প্রথম পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ২৩ বছর বয়সী মহিলা গল্ফার।
টোকিওর গল্ফে মেয়েদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের প্রথম দু'রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় তারকা। তৃতীয় রাউন্ডের শেষে এককভাবে দ্বিতীয় স্থান ধরে রাখলেন অদিতি। শেষ রাউন্ডে নিজের ফর্ম ও জায়গা ধরে রাখতে পারলে রুপোর পদক জিততে পারেন তিনি।
তৃতীয় রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮। সার্বিকভাবে তিন রাউন্ডের শেষে অদিতির স্কোর টুয়েলভ আন্ডার পার ২০১। আমেরিকার নেলি কর্ডা তৃতীয় রাউন্ডের শেষে ফিফটিন আন্ডার পার ১৯৮ স্কোর করে এক নম্বরে রয়েছেন। নেলির তৃতীয় রাউন্ডের স্কোর টু আন্ডার ৬৯।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।