ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রায়পুরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল মাত্র ১০৮ রানে গুটিয়ে গেছে। ব্লেয়ার টিকনারকে এলবিডব্লিউ আউট করে নিউজিল্যান্ডের ইনিংস শেষ করেন কুলদীপ যাদব। দুই রান করেন টিকনার। অপর প্রান্তে হেনরিও দুই রান করে অপরাজিত থাকেন। এই সিরিজ জিততে এখন ভারতের সামনে ১০৯ রানের সহজ লক্ষ্য।
আরও পড়ুন… Hack হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটার অ্যাকাউন্ট!
এই ম্যাচে ভারতীয় দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের ফাস্ট বোলাররা ক্যাপ্টেন রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে বোল্ড করেন শামি। এ পর্যন্ত নিউজিল্যান্ডের খাতাও খোলা হয়নি। ষষ্ঠ ওভারে হেনরি নিকোলসকে ওয়াকড করেন সিরাজ। সপ্তম ওভারে ড্যারিল মিচেলকে প্যাভিলিয়নে পাঠান শামি। দশম ওভারে কনওয়ে এবং একাদশ ওভারে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ল্যাথামও। ১৫ রানের মধ্যে নিউজিল্যান্ড দলের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল এবং কোনও ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। পাঁচ উইকেটের সবকটিই উইকেটই নিয়েছিলেন ভারতের ফাস্ট বোলাররা।
আরও পড়ুন… ভিডিয়ো: কেউ কি এমন আউটও মিস করতে পারে? না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না
এরপর ইনিংস সামলান কিউয়ি ব্যাটার গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল। দুজনেই ৪১ রানের জুটি গড়েন। এরপর ব্রেসওয়েলও আউট হন ২২ রান করে। স্যান্টনারও ২৭ রান করেন এবং ফিলিপসের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন। গ্লেন ফিলিপসও ৩৬ রান করে আউট হন। এ সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ১০৩ রান। এরপর নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন সুন্দর ও কুলদীপ। কিউয়ি দল ৩৪.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।