
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: চলতি আইএসএসএফ আয়োজিত শুটিং বিশ্বকাপের মঞ্চ থেকে খুশির খবর পেল ভারতীয় সমর্থকরা। ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জিতলেন তিলোত্তমা সেন। মাত্র ১৪ বছর বয়সে ভারতের হয়ে বিশ্বমঞ্চে পদক জিতে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। এত কম বয়সে শুটিং বিশ্বকাপের মঞ্চে পদক জয় নিঃসন্দেহে বড় বিষয়। ইজিপ্টের রাজধানী কায়রোতে বসেছে এই শুটিং বিশ্বকাপের আসর। সেখানেই তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের নজর কাড়লেন এই তরুণী শুটার।
ব্যাঙ্গালোরের মেয়ে তিলোত্তমা এদিন দুরন্ত ফর্মে ছিলেন। ২০২০ সালে লকডাউনের সময়কালেই শুরু হয়েছিল তাঁর শুটিংয়ে হাতেখড়ি। সেখান থেকে মাত্র ৩ বছরের মাথায় এসে বিশ্বকাপের মতো মঞ্চে এমন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। এদিন ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের সিওনেড ম্যাকিনটস। দ্বিতীয় স্থানে শেষ করেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। তিলোত্তমা ছাড়াও এদিন এই ইভেন্টে লড়াই করেছেন আরও দুই ভারতীয়। লড়াই করেছেন নর্মদা রাজু এবং রমিতা জিন্দাল।
নর্মদা চলতি বিশ্বকাপে সপ্তম স্থানে শেষ করেছেন। তাঁর ঝুলিতে ছিল ১৫৫.৯ স্কোর। রমিতা শেষ করেছেন চতুর্থ স্থানে। তিনি স্কোর করেছেন ২৬১.৮। অন্যদিকে রমিতার থেকে সামান্য একটু বেশি স্কোর করে তৃতীয় হয়েছেন তিলোত্তমা। তিনি স্কোর করেছেন ২৬২ পয়েন্ট। আর সঙ্গে সঙ্গে তিনি জিতে নিয়েছেন চলতি বিশ্বকাপে ভারতের পঞ্চম পদক। ২০২২ সালের জাতীয় গেমসে সোনার পদকের খুব কাছে চলে এসেছিলেন তিনি। তারপরেই সকলের নজরে পড়েন তিনি। অন্যদিকে এদিনকে ভারতের হয়ে প্রথম পদকটি রুদ্রাক্ষ পাটিল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে এই পদক জেতেন তিনি। যা চলতি বিশ্বকাপে তাঁর দ্বিতীয় পদক।
তিলোত্তমা এদিন কোয়ালিফাইং রাউন্ডে দ্বিতীয় হন। ৬৩২.৭ স্কোর করেছিলেন তিনি। অন্যদিকে কোয়ালিফিকেশন রাউন্ডে রমিতার স্কোর ছিল ৬৩০.৬। ৬৩০.৫ স্কোর করেন নর্মদা। ফলে ফাইনালে আটজন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিন ভারতীয় শুটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports