এই প্রথম পেশাদার জীবনে কোনও একটি ম্যাচে জোড়া গোল করলেন কার্ল ম্যাকহিউ। তাই শনিবার যুবভারতীর ম্যাচটা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ দিন তাঁর দেওয়া দুই গোলই এটিকে মোহনবাগানকে জয় এনে দেয় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই জয়ের ফলে চলতি আইএসএলের প্লে-অফ পর্বে জায়গা পাকা করে নিল গত বারের সেমিফাইনালিস্টরা।
দলকে জেতানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইরিশ মিডফিল্ডার ম্যাকহিউ বলেন, ‘আমি কখনও এক ম্যাচে জোড়া গোল করিনি। তাই এই ম্যাচটা স্পেশাল। ক্লাবের সমর্থক, কোচ, কর্তা, স্টাফদের জন্য আরও খুশি আমি। নক আউটে যে-ই গোল করুক খুবই খুশি হব। সম্ভবত দ্বিতীয় গোলটা বেশি ভালো ছিল। কারণ, শটটা অনেক জোরালো ছিল। আর এই গোলেই আমরা জিতি। আমার বান্ধবী ওরলাকে এই গোলগুলো উৎসর্গ করতে চাই।’
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লিগের প্রথম মুখোমুখিতেও এটিকে মোহনবাগান ৫-২ গোলে জিতেছিল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন দিমিত্রি পেত্রাতোস। আর এ দিন জোড়া গোল করলেন ম্যাকহিউ। তবে কোচির সেই ম্যাচে যতটা দাপট নিয়ে জিতেছিল সবুজ-মেরুন শিবির এ বার ততটা আধিপত্য বিস্তার করতে পারেনি তারা। হাড্ডাহাড্ডি ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দুই দলই। ম্যাচ নিয়ে ম্যাকহিউ বলেন, ‘জানতাম যে ম্যাচটা কঠিন হবে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। আমাদের তিন পয়েন্ট পাওয়া খুবই জরুরি ছিল। এক গোলে পিছিয়ে যাওয়ার পরেও দলের সবাই চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। কোচ এবং দলের কথা শুনেই আমরা খেলি। কারণ, ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা। আশা করি, মরশুমের বাকি ম্যাচগুলোতেও এ রকমই খেলব।’
আরও পড়ুন: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB
এমন এক গুরুত্বপূর্ণ জয় নিয়ে দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোও খুশি। তাঁর দাবি, এই জয় আসন্ন ডার্বিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। তিনি বলেও দেন, ‘এ বার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার। আমরা ভালো খেললে এ রকম খুশি হওয়ার মতো ফলই হবে। পরের ম্যাচে আমরা তিন নম্বরে ওঠার সুযোগ পাব। আশা করি, দলের ছেলেরা এই কথা মাথায় রেখেই এই ম্যাচে নামবে। ডার্বি বলে আলাদা করে না ভাবাই ভালো। জানি, কলকাতায় ডার্বিতে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। এই পরিবেশটা হয়তো আমাদের শেষ ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আমাদের এখনও তিন পয়েন্ট অবশ্যই দরকার।’
আরও পড়ুন: ফেরান্দোর পারফরম্যান্সে অখুশি ATKMB কর্তৃপক্ষ, পুরনো কোচকে ফেরানোর ভাবনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।