দীনেশ কার্তিক যেন ত্রাতা হয়ে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথমে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন। এর পর উইকেটের পিছনে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ম্যাচের রঙ বদলে দেন তিনি। এ ছাড়া উইকেটের পিছনে দাঁড়িয়ে দুরন্ত দু'টি ক্যাচও ধরেছেন কার্তিক। সব মিলিয়ে ব্যাঙ্গালোরকে চতুর্থ ম্যাচে জয় এনে দিতে বড় ভূমিকা নেন দীনেশ কার্তিক। ম্যাচের সেরাও হন তিনি।
সেই সঙ্গে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তের ক্যাচ সঠিক সময়ে ধরে আরসিবি-কে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন বিরাট কোহলি। ১৬.৩ ওভারে সিরাজের বলে কোহলি এক হাতে পন্তের দুরন্ত ক্যাচটি না নিলে, ম্যাচের ফল অন্য রকম হতেই পারত।
টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমেই শুরুতেই বড় বড় ধাক্কা খেতে হয় আরসিবি-কে। প্রথমে দলের ৫ রানের মাথায় ০ (১ বলে) করে সাজঘরে ফেরেন অনুজ রাওয়াত। এর পর দলের যখন ১৩ রান, তখন ৮ (১১ বলে) করে আউট হন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। বিরাট কোহলি আবার ১৪ বলে ১২ করে রানআউট হন। তখন দলের রান ৪০। এই ৪০ রানের মধ্যে দলের হেভিওয়েট ব্যাটারদের হারিয়ে যখন চাপে ব্যাঙ্গালোর, তখন পুরো হিসেবটা ধীরে ধীরে বদলাতে শুরু করেন প্রথমে গ্লেন ম্যাক্সওয়েল। তার পরে দীনেশ কার্তিক। পাশাপাশি শাহবাজ আহমেদের সঙ্গতও ছিল।
আরও পড়ুন: এক হাতে দুরন্ত ক্যাচ, পন্তকে আউট করে জয় নিশ্চিত করলেন বিরাট- ভিডিয়ো
৩৪ বলে ৫৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ৭টি চার এবং ২টি ছয় ছিল। আর দীনেশ কার্তিক ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। ৫টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে। তাঁকে যোগ্য সঙ্গত করেন শাহবাজ আহমেদ। তিনি অপরাজিত ২১ বলে ৩২ রান করেন। এই তিন ক্রিকেটারের লড়াকু মানসিকতার হাত ধরে নির্দিষ্ট ২০ ওভারে আরসিবি ১৮৯ রান করে।
দিল্লির হয়ে ১টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর, খালিল আহমেদ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব।
ম্যাচের বিস্তারিত ফল দেখতে ক্লিক করুন এখানে:
জবাবে দিল্লি ব্যাট করতে নামলে ব্যর্থ হন পৃথ্বী শ'। তবে আর এক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে তিনি এলবিডব্লিউ হন। যদিও ফিল্ড আম্পায়ার প্রথমে তাঁকে আউট দেননি। কিন্তু আরসিবি-র উইকেটকিপার দীনেশ কার্তিকই জোর করেন ফ্যাফকে রিভিউ নেওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত রিভিউ-তে আউট হন ওয়ার্নার। সেই সময়ে অজি তারকার উইকেট না ফেললে অনেক আগেই ব্যাঙ্গালোরের লড়াই শেষ হয়ে যেতে পারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।