
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এই আইপিএল-এ কী না করেছেন রবিতন্দ্রন অশ্বিন! ব্যাট হাতে সেঞ্চুরে, বল হাতে ভেল্কি। সব ধরনের স্পিন করে ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থা করেছেন অশ্বিন। এবছর অত উইকেট না পেলেও যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর জুটি বেশ জমেছে। আবার টপ অর্ডারে ব্যাট করতে নেমে বেশ কয়েকটি ঝকঝকে ইনিংসও খেলেছেন অশ্বিন। আর এবার তিনি পেস বোলিংও শুরু করে দিলেন!
নিজের ক্রিকেট কেরিয়ার শুরুতে পেসারই ছিলেন অশ্বিন। তবে পরে পিঠের চোটের কারণে স্পিনার হন তিনি। সেই স্পিনের জাদুতেই সাদা ও লাল বল মিলিয়ে কয়েকশো উইকেট নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘বর্তমান প্রজন্মের কিংবদন্তি’। অফ স্পিনার হলেও অশ্বিনের অস্ত্র ভাণ্ডারে রয়েছে লেগ স্পিন, ফ্লিপার, আউট সুইং, ইন সুইং, গুগলি, ক্যারম বল সহ একাধিক হাতিয়ার। আর এহেন অশ্বিন ১৩১ কিমি প্রতি ঘণ্টা বেগে বল করে সবাইকে চমকে দেন গতকাল।
গুজরাটের বিরুদ্ধে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে রবিচন্দ্রন অশ্বিন অষ্টম ওভারের তৃতীয় বলে ১৩১.৬ কিমি বেগে বল করেন শুভমান গিলকে। যা দেখে স্তম্ভিত নেটিজেনরা। যদিও পেসারদের গতিতে বল করে নজর কাড়লেও এই ম্যাচটি অশ্বিনের জন্য খুব একটা ভালো ছিল না। ব্যাট হাতে মাত্র ২ রান করেছিলেন অশ্বিন। বল হাতে ৪ ওভারে কোনও উইকেট না দিয়ে ৪০ রান খরচ করেন অশ্বিন। এর জেরে জস বাটলারের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসটি বিফলে গেল। এই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ২০২২ সালের আইপিএ ফাইনালে সুযোগ করল গুজরাট টাইটান্স। তবে রাজস্থানের কাছে এখনও ফাইনালে যাওয়ার আরও এখটি সুযোগ রয়েছে। লখনউ বনাম আরসিবি ম্যাচে যে জিতবে, তাদেরকে হারিয়ে ফাইনালে যেতে হবে রাজস্থানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus