গত বুধবার ৩ মে আইপিএল ২০২৩-এর ৪৬ম ম্যাচে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার খেলায় পঞ্জাবের ঘরের মাঠে ধাওয়ানদের ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের এই জয়ে বড় অবদান রেখেছিলেন দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ। দুজনেই খেলেছেন আক্রমণাত্মক ইনিংস। এই ম্যাচের পরে, ইশান কিষাণ প্রকাশ করেছিলেন যে সূর্য প্রতিবার ইশানের ভালো ইনিংসের কৃতিত্ব কীভাবে নিয়ে যান।
আরও পড়ুন… অলিম্পিক্সের সোনা জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলিটের দেহ উদ্ধার! তদন্তে পুলিশ
ওপেনিংয়ে আসা ইশান কিষাণ ৪১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। এছাড়া চার নম্বরে ব্যাট করার সময় সূর্যকুমার যাদব ২১২.৯০ স্ট্রাইক রেটে ৩১ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল মোট ৮টি চার ও ২টি ছক্কা। এই জয়ের পরে, আইপিএল-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ইশান কিষাণ এবং সূর্যের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল, যাতে দুজনকে কথা বলতে দেখা যায়।
আরও পড়ুন… ভালো ওপেনিং থেকে উপযুক্ত বিদেশি খেলানো- কীভাবে SRH কে হারাতে পারে KKR
ইশান কিষান ভিডিয়োটি শুরু করেন এই বলে, ‘মানে ব্যাটিংয়ের মাঝখানে, যখন আমি নন-স্ট্রাইকার এন্ডে ছিলাম এবং আপনি (সূর্য) এক ওভারে স্যাম কারানকে মারছিলেন, আমি ভাবছিলাম যে দিন আমি একটা ভালো ইনিংস খেলি, সেই দিনের সমস্ত কৃতিত্ব আপনি কেড়ে নিয়ে যান। বে যাই হোক এটি একটি খুব শক্তিশালী নক ছিল।’
ভিডিয়োতে আরও কথা বলতে গিয়ে সূর্যকুমার যাদব বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম না। আমরা শুধু ভাবছিলাম ম্যাচ শেষ হলে সন্ধ্যায় কী করব, রাতে কীভাবে দল নিয়ে আলোচনা করব, কারণ আমাদের চাপ কমাতে হত।’ ইশান কিষাণ তার দুর্দান্ত ম্যাচ জয়ী ইনিংসের জন্য ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর খেতাব পেয়েছিলেন। রান তাড়া করতে গিয়ে ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৫৫ বলে ১১৬ রানের জুটি গড়েন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
এই আড্ডার আগে অর্থাৎ ম্যাচ জয়ের পরে ইশান কিষাণ বলেন, ‘উইকেটটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল, আমি ২০ ওভার উইকেটের পিছনে ছিলাম আমি জানতাম উইকেটটি ভালো। যদি এটি আমার পক্ষে থাকে তবে আমি এটির জন্য যাব। সে (ঋষি) বল সুইং করাচ্ছিল, কিপার যেহেতু কাছে ছিল না তাই আমি ভাবছিলাম স্টেপ আউট করে খেলব। মেসেজ ছিল বল দেখে মারতে হবে। আমি মনে করেছিলাম আপনি যখন ২১৫ রান তাড়া করছেন তখন এটি (আপনি যে জায়গায় বড় শট মারার চেষ্টা করেন সেখানে ফিল্ডার আছে কি না) খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। শেষ খেলায় আমরা ভালো করেছিলাম এবং শেষ ওভারে ম্যাচ শেষ করেছিলাম। আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলার শেষ করার চেষ্টা করি।’ কীভাবে তিনি এত পাওয়ার দিয়ে বল হিটি করতে পারেন? এই প্রশ্নের জবাবে ইসান কিষাণ বলেন, ‘আমি মনে করি ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। আমরা কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। ম্যাচের সময়ও আমরা অনুশীলন করার চেষ্টা করি। মায়ের খাবারের ক্রেডিট যায় কারণ এর জন্য ভালো খাওয়া গুরুত্বপূর্ণ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।