এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মে, জুন মাসের কথা মনে করিয়ে দিচ্ছে। চড়চড় করছে বাড়ছে তাপমাত্রা। হাঁসফাঁস দশা তিলোত্তমার। বৃহস্পতিবারই কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতে শুক্রবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জ কলকাতা নাইট রাইডার্সের। তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
আগের ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। তার পর অ্যাওয়ে ম্যাচেও গুজরাট টাইটান্সকেও হারিয়েছে। শুক্রবারও তারা সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে। এ দিকে হায়দরাবাদও নিজেদের প্রথম ২টি ম্যাচে হারের পর, শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে। তারাও তেতে রয়েছে।
আরও পড়ুন: IPL-এ মোট ৫ বার শেষ ওভারের থ্রিলারে ম্যাচ জেতাতে ব্যর্থ হয়েছেন ধোনি,দেখুন তালিকা
এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল। কিন্তু এত গরমে কী সমস্যা হতে পারে প্লেয়ারদের? আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী চার দিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করব তাপমাত্রা। সন্ধ্যের সময়ে খেলা হলেও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: CSK-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পরেও মিলল না স্বস্তি, ১২ লাখ টাকা জরিমানা RR অধিনায়ক সঞ্জুর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।