আইপিএলের মতো টুর্নামেন্টে শুধু রান করাই যে যথেষ্টা নয়, সেটা হাড়ে হাড়ে টের পান তারকা ক্রিকেটাররা। আসলে প্রত্যাশার পারদ এতটাই ঊর্ধ্বমুখী থাকে যে, ঝড়ের গতিতে রান না তুললে মন ভরে না সমর্থকদের। সেকারণেই ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা চলতি আইপিএলে ধারাবাহিকভাবে রান সংগ্রহ করলেও তাঁদের স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
যদিও স্ট্রাইক-রেট নিয়ে এই আলোচনাকেই অহেতুক বলে মনে করছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বিন্দুমাত্র আমল দিতে চাইলেন না আইপিএলে ক্রিকেটারদের স্ট্রাইক-রেট নিয়ে চর্চাটাকে। বরং সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন যে, আসল কথা হল হার-জিত।
অর্থাৎ শিবরামকৃষ্ণনের দাবি, লো স্ট্রাইক-রেট নিয়েও দলকে জেতালে তাতে মহাভারত অশুদ্ধ হবে না। ব্যাটসম্যানদের হাই স্ট্রাইর-রেট সত্ত্বেও দল হারলে সেই ব্যক্তিগত পারফর্ম্যান্স মূল্যহীন।
টুইটারে শিবরামকৃষ্ণন লেখেন, ‘স্ট্রাইক-রেট নিয়ে বড্ড বেশি বোকা বোকা আলোচনা হচ্ছে। তুমি ম্য়াচ জিতলে নাকি হারলে, সেটাই আসল কথা। দল হারলে ভালো স্ট্রাইক-রেটের লাভ কী! ভালো স্ট্রাইক-রেটের জন্য বোনাস পয়েন্ট থাকলে না হয় অন্য কথা ছিল।'
আরও পড়ুন:- DC vs KKR: কেকেআরের হারের হ্যাটট্রিকের জ্বালা জুড়াতে পারে রাসেলের ছক্কার হ্যাটট্রিক- ভিডিয়ো
শিবরামকৃষ্ণনের এমন যুক্তি মানতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ। জনৈক অনুরাগী লক্ষ্মণের টুইটের প্রতিক্রিয়ায় জানান যে, ব্যাটসম্যানদের স্ট্রাইক-রেট ভালো হলে জয়ের সম্ভাবনা বাড়ে। কেননা তাতে প্রতিপক্ষ দলের উপর চাপ তৈরি করা যায়।
এমন প্রতিক্রিয়ার মজাদার জবাব দেন শিবরামকৃষ্ণন। তিনি বৃহস্পতিবারের দিল্লি বনাম কলকাতা ম্যাচে ফিল সল্টের ব্যক্তিগত পারফর্ম্যান্সের উদাহরণ দেন এক্ষেত্রে। লক্ষ্মণ লেখেন, ‘ফিল সল্ট ৩ বলে ৫ রান করেছে। স্ট্রাইক-রেট ১৬৫ (আসলে ১৬৬.৬৬)। তাহলে তো এটা দারুণ ইনিংস।’
আরও পড়ুন:- PBKS vs RCB: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে IPL-এ ৬০০টি চার মারার বিরল নজির কোহলির, আর কার রয়েছে এমন কৃতিত্ব?