
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একসময় ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স। তারা ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, সে বিষয়ে দেখা দিয়েছিল ঘোর সংশয়। শেষমেশ বরুণ চক্রবর্তীকে নিয়ে আন্দ্রে রাসেল কলকাতাকে ১০০ রানের গণ্ডি পার করান।
শুধু দলকে তিন অঙ্কের রানে পৌঁছে দেওয়াই নয়, বরং কেকেআরকে লড়াই করার রসদ এনে দেন দ্রে রাস। কলকাতা ম্যাচে দিল্লির দিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয় রাসেলের লড়াকু ইনিংসের জন্যই।
বরুণকে নিয়ে শেষ উইকেটের জুটিতে রাসেল যোগ করেন ৩১ রান, যার মধ্যে বরুণের অবদান মাত্র ১। দ্রে রাস শেষমেশ ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। কলকাতা তাদের ইনিংস শেষ করে ১২৭ রানে।
উল্লেখযোগ্য বিষয় হল, রাসেল প্রথম ইনিংসের শেষ ওভারে মুকেশ কুমারের বলে পরপর ৩টি ছক্কা হাঁকান। শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে হাঁকানো রাসেলের ছক্কাগুলি কেকেআর সমর্থকদের যারপরনাই অপ্লুত করবে সন্দেহ নেই।
দ্রে রাসের এমন প্রচেষ্টা সত্ত্বেও কলকাতাকে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়। যদিও একেবারে শেষ ওভার পর্যন্ত লড়াই চালায় কেকেআর। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান সংগ্রহ করে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ক্যাপিটালস।
পাওয়ার প্লে-তে ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিং ম্যাচে দু'দলের মধ্যে তফাৎ গড়ে দিয়ে যায়। ওয়ার্নার একসময় ১০টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৫ রান তুলে ফেলেন। তবে দিল্লি পরপর উইকেট হারানোয় নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন অজি তারকা। শেষমেশ ১১টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন ওয়ার্নার।
কলকাতা এই নিয়ে টানা তিনটি ম্যাচে পরাজিত হয়। সব মিলিয়ে তারা নিজেদের প্রথম ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে হারে। জেতে মাত্র ২টি ম্যাচ।
কেকেআরের প্রথম ৬ ম্যাচের ফলাফল:-
১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে পরাজিত হয়।
২. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হার মানে।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus