নিজের জীবনের পঞ্চম আইপিএল ফাইনালে দ্বিতীয়বার ট্রফি জিতলেন ঋদ্ধিমান সাহা। আর জিতে উঠেই শান্ত পাপালি দৃঢ় কণ্ঠে নিন্দুকদের বার্তা দিলেন। সাম্প্রতিককালে সময়টা ভালো যাচ্ছে না ঋদ্ধির। শান্ত স্বভাবের এই উইকেটরক্ষক বিগত কয়েক মাসে এত বিতর্কে জড়িয়েছেন যা তাঁর গোটা কেরিয়ারে হয়নি। টেস্ট দল থেকে বাদ পড়ে রাহুল-সৌরভদের নিয়ে মন্তব্য, সিএবি-র সঙ্গে মন কষাকষি, বাংলা দলের থেকে নিজের নাম প্রত্যাহার, সাংবাদিকের সঙ্গে ঝামেলা... তবে এত কিছুর মাঝেও রয়েছে এক সোনালি রেখা। ২০২২ সালের আইপিএল-এ দুর্দান্ত ফর্মে ছিলেন ঋদ্ধি। ফাইনালে বড় রান না এলেও তাঁর দল ফাইনালে পৌঁছেছেন তাঁর উপর ভর করেই। তাই ৩৭ বছরের পাপালির মধ্যে দেখা গেল নতুন উদ্যম। (আরও পড়ুন: ২২'র IPL ফাইনালে ১১'র WC ফাইনালের ‘ছায়া’, অবিশ্বাস্য ‘মিল’ গুজরাট টাইটানসের জয়ে)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।