বল করতে প্রস্তুত। তবে ম্যাচে বল করার সুযোগই পাচ্ছেন না। কেননা বেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ব্যবহার করছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। যার ফলে অল-রাউন্ডার বেঙ্কটেশের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের ঠিক আগে নাইট তারকার উপলব্ধি, ইমপ্যাক্ট প্লেয়ায়ের নিয়ম অল-রাউন্ডারদের প্রয়োজনীয়তা কমিয়েছে।
সাংবাদিক সম্মেলনে বেঙ্কটেশ বলেন, ‘অস্বীকার করার উপায় নেই যে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য অল-রাউন্ডারদের অনেক কম ওভার বল করতে দেখা যাচ্ছে। বাস্তবিকই সব দলের কাছে সুযোগ রয়েছে বিশেষজ্ঞ বোলারকে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহার করার। তারা কেনই বা অল-রাউন্ডারকে দিয়ে বল করাতে চাইবে। এটা অল-রাউন্ডারদের ক্ষতি করছে বলব না, তবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অল-রাউন্ডারদের প্রয়োজনীয়তা ও ব্যবহার কমিয়েছে।’
নাইট তারকা আরও বলেন, ‘নিয়মটা বেশ আকর্ষণীয়। আইপিএল অত্যন্ত বড় এবং আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এখানে সব দলের থিঙ্ক ট্যাঙ্কও বড়। এতদিনে সবাই বুঝে গিয়েছে যে, কীভাবে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে হবে। যদি ম্যাচগুলির ফলাফলের দিকে তাকান, তবে বুঝবেন ইমপ্যাক্ট প্লেয়াররা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে।’
নিজের বোলিং প্রসঙ্গে বেঙ্কটেশ বলেন, ‘আমি বল করতে একশো শতাংশ তৈরি। আমাকে এনসিএ ছাড়পত্র দিয়েছে। পুরোপুরি ফিট না হলে এনসিএ কাউকে ছাড়পত্র দেয় না।’
আইয়ার সঙ্গে যোগ করেন, ‘রান করা নয়, আমি পুনরায় এত বড় টুর্নামেন্টে মাঠে নামতে পারছি, সব থেকে তৃপ্তির বিষয় হল এটাই। রান করার বিষয়টা পরে আসছে। কেননা মাস ছ’য়েক আগেও আমি ফের ক্রিকেট খেলার বিষয়ে নিশ্চিত ছিলাম না।'
আইয়ার অবশ্য গত ম্যাচের সেঞ্চুরির পরেও দল ম্যাচ হারায় হারায় হতাশ। তিনি একেবারে শুরুতেই জানান যে, দল না জিতলে সেঞ্চুরির কোনও মূল্য নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর তাদের প্রথম ৫ ম্যাচের মাত্র ২টিতে জয়ের মুখ দেখেছে। হেরেছে ৩টি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানসকে। তারা পরাজিত হয়েছে পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আগামী ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স তাদের পরবর্তী হোম ম্যাচে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।