টসে জিতে এ দিন প্রথমে ব্যাটিং নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই ব্যাটিং নিয়ে ম্যাচের পরে আফসোস করতে দেখা যায় মাহিকে। আসলে প্রথম ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করে সিএসকে।
যে কারণে ম্যাচের পর ধোনিকে আফসোস করে বলতে শোনা যায়, ‘প্রথমে ব্যাট করাটা খুব একটা ভালো বিষয় ছিল না। প্রথমার্ধে ফাস্ট বোলারদের মারাটা বেশ কঠিনই ছিল, স্পিনারদের খেলাটাও কঠিন হচ্ছিল।’
এর সঙ্গেই মাহি পাথিরানার প্রশংসা করেন। শ্রীলঙ্কার প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলের ম্যাচে অভিষেক হল তাঁর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে প্রথম বার আইপিএলের ম্যাচ খেলতে নেমে ২ উইকেট তুলে নেন ১৯ বছর বয়সী ক্রিকেটার। সেই সঙ্গে দুরন্ত বোলিং করে নজরও কাড়লেন।
আরও পড়ুন: মজার বোলিং ভঙ্গি, লঙ্কার প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে IPL অভিষেকে নজির পথিরানার
ধোনি বলেন, ‘পাথিরানার ভুল-ত্রুটি কম করে। ও ভালো স্লোয়ার করে এবং ও যদি এভাবে ধারাবাহিক গতিতে বল করতে থাকে, তবে ওকে খেলা কঠিন হবে।’ সেই সঙ্গে ধোনি দলে নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সকলকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা একটি ভালো একাদশ তৈরি করার চেষ্টা করছি এবং আগামী ম্যাচেও সেই প্রচেষ্টাই করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।