দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে আইপিএলের ফাইনাল। টসে জিতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রথমে ব্যাট করতে নেমেছে গুজরাট টাইটানস। অর্থাৎ ফাইনালের মতো পর্যায়ে রান তাড়া করতে হবে ধোনিদের। আর সেক্ষেত্রে ইতিহাসকে হারাতে হবে ধোনিদের। কারণ ইতিহাস অনুযায়ী, বিজোড় বছরের আইপিএল ফাইনালে যে দল তাড়া করেছে তথা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে যে দল, সেই দল কখনও ট্রফি জেতেনি। সেই ‘অভিশাপ’ কাটিয়ে এবার আইপিএল জিততে পারবেন ধোনিরা? সেদিকেই নজর থাকবে সকলের।
বিজোড় বছরে আইপিএলের ফাইনালের ইতিবৃত্ত
১) ২০০৯ সাল: প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪৩ রান তুলেছিল ডেকান চার্জার্স। জবাবে নয় উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছয় রানে জিতে গিয়েছিল ডেকান।
২) ২০১১ সাল: প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রান করেছিল চেন্নাই। জবাবে আট উইকেটে ১৪৭ রানে আটকে গিয়েছিল ব্যাঙ্গালোর। ৫৮ রানে জিতেছিলেন ধোনিরা।
৩) ২০১৩ সাল: ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৪৮ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাতেই ২৩ রানে জিতে গিয়েছিল। কারণ ২০ ওভারে নয় উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।
৪) ২০১৫ সাল: আবারও সেই ইডেন গার্ডেন্স, আবারও ফাইনালে সেই মুম্বই এবং চেন্নাইয়ের লড়াই। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০২ রান তুলেছিলেন রোহিত শর্মারা। জবাবে আট উইকেটে ১৬১ রান করেছিল চেন্নাই। ৪১ রানে জিতে গিয়েছিল মুম্বই।
৫) ২০১৭ সাল: প্রথে ব্যাট করে আট উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেননি রোহিতরা। কার্যত জেতা ম্যাচে হেরে গিয়েছিল ধোনিদের রাইজিং পুণে সুপার জায়ান্টস। এক রানে হেরে গিয়েছিল।
৬) ২০১৯ সাল: প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট ১৪৯ রান তুলছিলেন রোহিতরা। জবাবে মাত্র এক রানে হেরে গিয়েছিল চেন্নাই। ২০ ওভারে সাত উইকেটে ১৪৮ রানে থেমে গিয়েছিল।
৭) ২০২১ সাল: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৯২ রান তুলেছিল ধোনির চেন্নাই। জবাবে নয় উইকেটে ১৬৫ রানে আটকে গিয়েছিল কেকেআর। ২৭ রানে জিতে গিয়েছিল চেন্নাই।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।