আইপিএল ২০২৩-এর ৪৩ তম ম্যাচে, লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ম্যাচের ফলকে ছাপিয়ে গিয়েছে খেলার শেষের একটি বিতর্ক। লখনউ পরাজয়ের মুখোমুখি হওয়ার পরে তাদের দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ঝামেলা শুরু হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৬ রান তুলে ছিল আরসিবি দল। তবে বল করতে নেমে ও রান ডিফেন্ড করতে নেমে লখনউকে ১০৮ রানে অলআউট করে ব্যাঙ্গালোর।
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে লখনউ-এর ফাস্ট বোলার নবীন-উল-হকের সঙ্গে বিরাট কোহলির কথার লড়াই শুরু হয়। ম্যাচের পরে আরসিবি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন লখনউ-এর আফগান ক্রিকেটার নবীন। বিষয়টি এখানেই থেমে থাকেনি লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরও বিতর্কে ঝাঁপিয়ে পড়েন। পরে মাঠের মাঝেই ক্যামেরার লেন্সের সামনে চলে তুমুল ঝামেলা। যার পরে বিশেষজ্ঞ থেকে ভক্ত প্রত্যেকেই এই ঘটনার প্রসঙ্গে নিজেদের মতামত দিচ্ছেন। এবার এই বিষয়ে বিরাট বিবৃতি দিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ।
আরও পড়ুন… বদলে গিয়েছে T20 ক্রিকেট! পঞ্জাবকে হারিয়ে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার বড় মন্তব্য
গম্ভীর ও বিরাটের মধ্যে তুমুল বিতর্কে বীরেন্দ্র সেহওয়াগকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। এই ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তাই একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা উচিত ছিল। সেহওয়াগ বলেছেন, যা হয়েছে তা ঠিক হয়নি। যে হেরেছে তার উচিত ছিল নীরবে পরাজয় মেনে নেওয়া আর যে জিতেছে তার উচিৎ সেলিব্রেশন করা। কেন কাউকে যুদ্ধ করতে হবে? এই মানুষগুলোই দেশের আইকন। লক্ষ লক্ষ শিশু তাদেরকে অনুসরণ করে।
আরও পড়ুন… লিটন দাসের জায়গায় বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারকে দলে নিল KKR
বীরেন্দ্র সেহওয়াগ আরও বলেন, বিসিসিআই চাইলে একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করতেই পারে। তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাঁকে নিষিদ্ধ করা হোক। যাতে ভবিষ্যতে এ ধরনের লড়াই আর না হয়। এটি অবশ্যই বছরে একবার দেখা যায়। মাঠে এসব হওয়া উচিত নয়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
এই সময়ে বিরাটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। মনে হচ্ছিল বিরাট যেন নবীনের সঙ্গে গৌতমের বিবাদের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এখান থেকেই গম্ভীর মেজাজ হারিয়ে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। লখনউয়ের কোচ বিজয় দাহিয়া এবং অধিনায়ক কেএল রাহুলকে এই দুই খেলোয়াড়ের মধ্যে আসেন এবং তাদেরকে আলাদা করে পরিস্থিতির সামাল দেওয়া চেষ্টা করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।