IPL 2023 Player Auction: ধরে রাখা স্কোয়াড থেকেই অনায়াসে প্লেয়িং ইলেভেন গড়ে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছবি- আইপিএল।
আরসিবির কাছে আইপিএল ২০২৩-এর মিনি নিলাম খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কেননা মূল স্কোয়াড নিয়ে অকারণ কাটা-ছেঁড়ার রাস্তায় হাঁটেনি তারা। নিলামের আগে দলের প্রধান ক্রিকেটারদের ধরে রাখে ব্যাঙ্গালোর।
সেদিক থেকে দেখতে গেলে নিলাম থেকে ব্যাকআপ ক্রিকেটার সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স। ধরে রাখা ক্রিকেটারদের মধ্য থেকেই আরসিবি তাদের প্রথম একাদশ গড়ে নিতে পারে অনায়াসে এবং সেই সম্ভাবনাই প্রবল।
প্রথমত, ব্যাঙ্গালোরের স্কোয়াডে আগে থেকেই ডু'প্লেসি, ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা ও হ্যাজেলউডের মতো চারজন বিদেশি ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রথম একাদশে কার্যত নিশ্চিত। প্রয়োজনের খাতিরে হ্যাজেলউডের বিকল্প হিসেবে রিস টপলিকে ব্যবহার করতে পারে তারা। যেহেতু ব্যাঙ্গালোরের হাতে মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হার্ষাল প্যাটেলের মতো ভারতীয় পেসার রয়েছেন, তাই দরকার পড়লে হ্যাজেলউডের বদলে বাড়তি ব্যাটসম্যান হিসেবে উইল জ্যাকসকে খেলাতে পারে আরসিবি।
প্রথম একাদশে একজন বড়তি ভারতীয় অল-রাউন্ডার খেলানোর বিকল্প খোলা রাখতেই ব্যাঙ্গালোর দলে নিয়েছে সনু যাদব, মনোজদের। না হলে প্লেয়িং ইলেভেন নিয়ে কোহলিদের পরীক্ষা নিরীক্ষার জায়গা নিতান্ত কম। আরসিবি নিলাম থেকে ভালো মানের ব্যাটসম্যান নেয়নি। যার অর্থ, বিরাট কোহলির ওপেন করতে নামার সম্ভাবনা প্রবল।
টপ অর্ডারে কোহলি ও ফ্যাফ ডু'প্লেসির সঙ্গে রজত পতিদারকে দেখতে পাওয়া কার্যত নিশ্চিত। ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, হাসারাঙ্গা, শাবহাজকেও প্রথম একাদশে রেখে দল সাজাবে তারা। প্লেয়িং ইলেভেনে মাত্র একটি জায়গা খালি দেখাচ্ছে। সেটার জন্য তরুণ ভারতীয় ক্রিকেটাররা লড়াই চালাবেন নিজেদের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।