খেলেছেন দুটি ম্যাচ। নিয়েছেন ৮টি উইকেট। এই বছরের আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন বোলার মার্ক উড। লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেন তিনটি উইকেট। ইতিমধ্যেই নজর কেড়েছেন উড। প্রতিপক্ষ দলের ব্যাটাররা ভয় পেতেও শুরু করে দিয়েছে তাঁকে। তবে লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেল মনে করেন, টুর্নামেন্টে এখনও অনেকটা পথ পার করতে হবে মার্ক উডকে। তিনি জানান, 'মার্ক উডের বোলিং ভালো লাগার পিছনে অনেক কারণ আছে। ওর রান আপ ভালো। ১৫০ গতিবেগে বল করছে। বোলিংয়ের মধ্যে আগ্রাসন যেমন রয়েছে, তেমনই লাইন লেন্থ খুব ভালো। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার।'
সাংবাদিক সম্মেলনে এসে সুপার জায়ান্টসের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল উডকে নিয়ে বলেব, 'আমার জন্য গুরুত্বপূর্ণ হল, এই টুর্নামেন্টে আমরা কী করতে চাইছি, তা নিয়ে ওর সঙ্গে আলোচনা করা। সবে মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি। ফলে গোটা মরশুম ধরে এই ধারাবাহিকতা বজায় রাখা খুব কঠিন। স্বাভাবিক ভাবেই এই নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। এই নিয়ে আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছে। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলে উড। তারপর ফিরে এসে দিল্লি বিরুদ্ধে খেলে অসাধারণ পাঁচটি উইকেট নেয়। আমি মনে করি আইপিএলে সেট হয়ে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।'
তিনি আরও বলেন, 'ও যখন খেলতে নামে তখন আমি বলে দিতে পারি, কেমন করলে ভালো হবে। কিন্তু আশা করি ওর কাছে নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকে। উড একটা বিশ্বকাপ জিতেছে। অনেক দিন ধরে ইংল্যান্ড দলের সঙ্গেও খেলছে, ফলে একটা অভিজ্ঞতা ওর আছে। তবে মার্ক ভালো করেই জানে সফলতার জন্য কোনও রেসিপি হয় না। আমার দিক থেকে ওর কাছে উপদেশ হবে, আইপিএলে খেলার সময় বেশি ভাবার দরকার নেই। ওকে দলে নেওয়া হয়েছে নির্দিষ্ট কোনও কারণেই।'
সোমবার চেন্নাই সুপার কিংসের কাছে ১২ রানে পরাজিত হয় লখনউ সুপার জায়ান্টস। মর্নিং মর্কেল মনে করেন বোলিংয়ের কিছু দুর্বলতা রয়েছে। এবং গুরুত্বপূর্ণ সময় বেশ কিছু উইকেটের পতনের জন্য চেন্নাইয়ের কাছে ম্যাচ হারতে হয়েছে তাদের। মর্কেল বলেন, 'এই ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমরা অল্প ব্যবধানে হেরেছি। ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরানরা বড় শট খেলতে গিয়ে আউট হয়। যে তিনটি বড় শট নেওয়া হয়েছিল, তাতে আউট না হলে ফলাফল অন্যরকম হতে পারত। আমরা জানতাম চেন্নাই ভালো বল করবে। ভালো শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় আমরা উইকেটের দুই পাশে অনেক রান দিয়েছি। আমরা অফ স্টাম্পের দিকে বেশি বল করিনি। যা তাদের অ্যাটাকিং খেলতে অনেক সাহায্য করেছে। ওদের যা ব্যাটিং লাইনআপ রয়েছে, সেই অনুসারে এইরকম হলে ওরা মারবেই।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।