বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > ৭ দিনে ওয়ার্নারদের কাছে ২ হার বিরাটদের, কেন-হোল্ডারে ১৩-ও আনলাকি হল RCB-র
৭ দিনে ওয়ার্নারদের কাছে ২ হার বিরাটদের, কেন-হোল্ডারে ১৩-ও আনলাকি হল RCB-র
5 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2020, 12:15 AM ISTAyan Das
টানা চার ম্যাচে জিতল সানরাইজার্স হায়দরাবাদ। আর টানা পাঁচ ম্যাচে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
উচ্ছ্বাস কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডার (ছবি সৌজন্য আইপিএল)
ত্রয়োদশ আইপিএলেও 'লাকি' হতে পারলেন না বিরাট কোহলি। গ্রুপের শেষের দিক থেকে যে হারের ধারা শুরু হয়েছিল, তা প্রথম এলিমিনেটরেও জারি থাকল। বোলারদের মরিয়া চেষ্টা সত্ত্বেও সেই ধারায় পরিবর্তন হল না। বরং সানরাইজার্স হাযদরাবাদের বিরুদ্ধে ছ"উইকেটে হেরে আইপিএল থেকে ছিটকে গেলেন কোহলিরা। আর টানা চার ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেলেন ডেভিড ওয়ার্নাররা। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
07 Nov 2020, 12:15 AM IST
নটরাজন ও তাঁর স্ত্রী'কে এলিমিনেটরের জয় উপহার দিলেন ওয়ার্নাররা, কেন জানেন?
নটরাজন ও তাঁর স্ত্রী'কে এলিমিনেটরের জয় উপহার দিলেন ওয়ার্নাররা, কেন জানেন? – পড়ে নিন এখানে
07 Nov 2020, 12:15 AM IST
এক ম্যাচে নেই ঋদ্ধি, তাতেই কাঁপুনি ধরে গেল ওয়ার্নারদের!
এক ম্যাচে নেই ঋদ্ধি, তাতেই কাঁপুনি ধরে গেল ওয়ার্নারদের! — পড়ে নিন এখানে
ত্রয়োদশ আইপিএলেও 'লাকি' হতে পারলেন না বিরাট কোহলি। গ্রুপের শেষের দিক থেকে যে হারের ধারা শুরু হয়েছিল, তা প্রথম এলিমিনেটরেও জারি থাকল। বোলারদের মরিয়া চেষ্টা সত্ত্বেও সেই ধারায় পরিবর্তন হল না। বরং সানরাইজার্স হাযদরাবাদের বিরুদ্ধে ছ"উইকেটে হেরে আইপিএল থেকে ছিটকে গেলেন কোহলিরা। আর টানা চার ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেলেন ডেভিড ওয়ার্নাররা। — পড়ে নিন ম্যাচ রিপোর্ট
06 Nov 2020, 11:17 PM IST
ত্রয়োদশ আইপিএলও ‘লাকি’ হল না বিরাট কোহলির জন্য
ত্রয়োদশ আইপিএলও ‘লাকি’ হল না বিরাট কোহলির জন্য। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল ব্যাঙ্গালোরকে। এবারও আইপিএলের ট্রফি জেতা হল না বিরাটের। জন্মদিনের জন্য পরদিন সুখকর হল না তাঁর। এমনকী টানা পাঁচ ম্যাচে হারল ব্যাঙ্গালোরের।
পঞ্চম উইকেটে ৫৫ রান জুড়লেন কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডারের। সেই অপরাজিত জুটির সৌজন্যেই ম্যাচ জিতে গেল সানরাইজার্স। নাহলে একটা সময় রীতিমতো দাপট দেখাচ্ছিল ব্যাঙ্গালোরে।
06 Nov 2020, 11:06 PM IST
৭ দিনে ওয়ার্নারদের কাছে ২ হার বিরাটদের
গত ৩১ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে বিরাট কোহলিদের প্লে-অফের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সাতদিনের মাথায় বিরাটদের টুর্নামেন্ট থেকেই ছিটকে দিলেন ডেভিড ওয়ার্নাররা। দু'বল বাকি থাকতেই চার মেরে দলকে জেতালেন জেসন হোল্ডার। তার ফলে কোয়ালিফায়ার ২-এ চলে গেল সানরাইজার্স। জয় এল ছ'উইকেটে।
06 Nov 2020, 11:03 PM IST
অর্ধশতরান পূরণ কেন উইলিয়ামসন
২০ তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে অর্ধশতরান পূরণ করলেন কেন উইলিয়ামসন। ৪৪ বলে ৫০ রান করলেন। আইপিএলের ১৪ তম অর্ধশতরান। এটাই কি সেরা অর্ধশতরান? কিছুক্ষণের মধ্যেই মিলবে উত্তর।
06 Nov 2020, 11:01 PM IST
শেষ ওভারে সানরাইজার্সের চাই ৯ রান, ক্রিজে কেন-হোল্ডার
দুরন্ত ১৯ তম ওভার মহম্মদ সিরাজের। মাত্র ৯ রান দিলেন। শেষ ওভারে সানরাইজার্সের চাই ৯ রান। শেষ ২ বলে মাত্র এক রান দেন সিরাজ।
06 Nov 2020, 10:55 PM IST
২ ওভারে চাই ১৮ রান!
১৮ তম ওভারে উঠল ১০ রান। তবে সেই কৃতিত্ব দেবদূড় পাড়িক্কালের পাওয়ার কথা। প্রথম বলে ছক্কা বাঁচালেন। মাত্র এক রান দিলেন। ২ ওভারে চাই ১৮ রান! সানরাইজার্সের স্কোর চার উইকেটে ১১৪ রান। ৩৯ বলে ৪৫ রান করেছেন কেন উইলিয়ামসন। ১৫ বলে ১১ রান করেছেন জেসন হোল্ডার।
06 Nov 2020, 10:51 PM IST
তৃতীয় আম্পায়ার ‘ভুল করেছেন মনে হচ্ছে’, DRS-এ ওয়ার্নারের আউটে শুরু বিতর্ক
তৃতীয় আম্পায়ার ‘ভুল করেছেন মনে হচ্ছে’, DRS-এ ওয়ার্নারের আউটে শুরু বিতর্ক – পড়ে নিন এখানে
ক্রিজের বাইরে পা নয়, কোমরের উঁচুও নয় - তাও ফ্রি-হিট দিলেন আম্পায়ার! – আরও পড়ুন
06 Nov 2020, 09:58 PM IST
বিতর্কিত সিদ্ধান্তে আউট ওয়ার্নার, ম্যাচে ফিরল RCB
বিতর্কিত সিদ্ধান্ত আউট হলেন ডেভিড ওয়ার্নার। গ্লাভসের খুব কাছ দিয়ে বল গেল। কিন্তু গ্লাভস, জামা ইত্যাদি নিয়ে মিলিয়ে ঠিক কোথায় আওয়াজ হল বোঝা গেল না। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউয়ে অনেকক্ষণ দেখার পর আউট দেওয়া হল। কিন্তু একেবারে না-খুশ ওয়ার্নার। ধারাভাষ্যকাররাও বললেন, ‘আমার মনে হয় (তৃতীয় আম্পায়ার) ভুল করেছেন।' ৫.৪ ওভারে সানরাইজার্সের স্কোর ২ উইকেটে ৪৩ রান।
এবি ডি'ভিলিয়ার্স ছাড়া দাঁড়াতেই পারলেন না ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা। শেষ ওভারে নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজ তুললেন ১৩ রান। তার সৌজন্য ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রান তুলল ব্যাঙ্গালোর।
06 Nov 2020, 08:58 PM IST
নটরাজনের দুর্ধর্ষ ইয়র্কারে আউট এবি ডি'ভিলিয়ার্স
এখানেই কার্যত শেষ বলা যায় ব্যাঙ্গালোরের ব্যাটিং। একেবারে নটরাজনের নিখুঁত ইয়র্কার সামলাতে পারলেন না এবি ডি'ভিলিয়ার্সও। উড়ে গেল মিডল স্টাম্প। ভি'লিয়ার্স করলেন ৪৩ বলে ৫৬ রান। ব্যাঙ্গালোরের স্কোর ১৮ ওভারে সাত উইকেটে ১১৩ রান।
06 Nov 2020, 08:55 PM IST
আউট হলেন ওয়াশিংটন সুন্দর
আউট হলেন ওয়াশিংটন সুন্দর।
06 Nov 2020, 08:49 PM IST
একা কুম্ভ এবিডি, দলের অর্ধেক রান করলেন তিনিই
একা কুম্ভ হয়ে লড়াই করছেন এবি ডি'ভিলিয়ার্স। পূরণ করলেন অর্ধশতরান। ১৬ তম ওভারের শেষ বলে ইয়র্কার মিস করেছিলেন হোল্ডার। সেই উপহার গ্রহণ করে চার মারলেন ডি'ভিলিয়ার্স। আর ৩৯ বলে ৫০ করলেন ডি'ভিলিয়ার্স। ব্যাঙ্গালোরের স্কোর পাঁচ উইকেটে ১০৪ রান।
06 Nov 2020, 08:45 PM IST
আবুধাবিতে দাপুটে পারফরম্যান্স হোল্ডারের
কিছুটা যেন হাত খুলেছিলেন। কিন্তু তাতে তেমন কোনও লাভ হল না। পরের বলেই আউট হলেন শিবম দুবে। আবারও সেই উইকেট নিলেন জেসন হোল্ডার। মন্থর বল বোকা বনে যান। তা অনসাইডে খেলতে মিড-অফে ওয়ার্নারের হাতে জমা পড়লেন। ১৫.৪ ওভারে পাঁচ উইকেটে ৯৯ রান।
06 Nov 2020, 08:38 PM IST
‘সৌরভ ভয়ঙ্কর জামা পরেছেন’, বললেন প্রাক্তন ইংরেজ তারকা
‘সৌরভ ভয়ঙ্কর জামা পরেছেন’, বললেন প্রাক্তন ইংরেজ তারকা – পড়ুন এখানে
06 Nov 2020, 08:22 PM IST
ফ্রি-হিটে আউট মইন
ভয়ানয়ক দিন মইন আলির জন্য। প্রথম বলটা ছিল ফ্রি-হিট। তার ফায়দা তো নিতেই পারলেন না। উলটে রান-আউট হলেন মইন আলি। ব্লক হোলে বল রাখেন শাহবাজ নাদিম। তা সোজা রশিদ খানের কাছে যায়। এক্সট্রা কভার থেকে ডিরেক্ট থ্রো করেন। ক্রিজের মাইলখানেক আগেই আউট হয়ে যান। ১০.৪ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর চার উইকেটে ৬২ রান।
06 Nov 2020, 08:11 PM IST
উইকেট পড়তে দিলেন না ফিঞ্চ-এবিডি, ম্যাচের রাশ ওয়ার্নারের হাতে
সানরাইজার্স বোলারদের আর কোনও উইকেট না দিলেও রানরেট বাড়়াতে পারল না ব্যাঙ্গালোর। ৯ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৪৫। ২৫ বলে ২৫ রানে অপরাজিত অ্যারন ফিঞ্চ। এবি ডি'ভিলিয়ার্স করেছেন ১৫ বলে ১২ রান।
06 Nov 2020, 07:49 PM IST
জন্মদিনের পর নিজেকেই উপহার, দুরন্ত বোলিং হোল্ডারের
এবার জেসন হোল্ডারের বাড়তি পেসে হার মানলেন দেবদূত পাড়িক্কাল। স্ট্রাইক রেট বেশি না হওয়ায় চাপ বাড়ছিল। শর্ট লেংথের বলে ছক্কা মারতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ দিলেন পাড়িক্কাল। দারুণ ক্যাচ ধরলেন প্রিয়ম গর্গ। পাড়িক্কাল করলেন ৬ বলে এক রান। ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ১৫ রান।
06 Nov 2020, 07:38 PM IST
কাজে এল না বিরাটের চাল, আউট দ্বিতীয় ওভারেই
দু'জনেই একইদিনে জন্মদিন পালন করেছেন। আর একজন জন্মদিনের পরদিন উপহার পেলেন জেসন হোল্ডার। আউট হলেন বিরাট কোহলি। লেফস্টাম্পের বলে এগিয়ে এসে মারতে গেলেন। অনসাইডে খেলতে গেলেন। কিন্তু উচ্চতার জন্য বাড়তি সুবিধা পেলেন হোল্ডার। উইকেটের পিছনে ভালো ক্যাচ ধরলেন শ্রীবৎস গোস্বামী। সাত বলে বিরাট করলেন ৬ রান। ব্যাঙ্গালোরের স্কোর ১.২ ওভারে এক উইকেটে সাত রান।
06 Nov 2020, 07:32 PM IST
নক-আউটে নিজের হাতেই নিলেন দায়িত্ব, ওপেন করছেন বিরাট