সানরাইজার্স হায়দরাবাদ যদি জিতে যায়, তাহলে খুব একটা বিতর্ক হবে না। কিন্তু যদি হেরে যায়, ডেভিড ওয়ার্নারের আউটের সিদ্ধান্ত নিয়ে ভালোমতো বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে।
শুক্রবার পাওয়ার প্লে'র শেষ ওভারে বল করেছিলেন মহম্মদ সিরাজ। সেই ওভারের চতুর্থ বলে শর্ট লেংথের বল লেগ সাইডে ওয়ার্নারের শরীরে দিকে ধেয়ে আসে। বলটি ওয়ার্নারের থাই প্যাড ও গ্লাভসের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। বলটা যাওয়ার সময় একটা আওয়াজ হয়। উইকেটের ক্যাচও ধরেন এবি ডি'ভিলিয়ার্স। জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি আম্পায়রা এস রবি। কিছুক্ষণ আলোচনার পর তিন সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন বিরাট কোহলি। তবে খুব একটা নিশ্চিত মনে হয়নি।
গ্লাভসের নীচে দিয়ে বল যাওয়ার সময় আলট্রাএজে ‘স্পাইক’ ধরা পড়ে। গ্লাভসের নীচে বল ছিল তখন। তবে একইসময় থাই প্যাডের উপরে বল ছিল। ওয়ার্নারের ট্রাউজার্সে বল লেগেছিল কিনা, তা নিয়েও সিদ্ধান্ত নিতে হত তৃতীয় আম্পায়ারাকে। একাধিকবার সেই রিপ্লে দেখার পর তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, বল গ্লাভসে লাগছে।’ তার জেরে অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত পালটাতে বলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।