বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে চারিদিকে যেমন ত্রাহি ত্রাহি রব উঠছে, তা এক ঝটকায় বন্ধ হয়ে যেতে পারে। কোহলিকে এশিয়া কাপের আসরে সমালোচকদের মুখ বন্ধ করার অব্যর্থ ওষুধ বাতলে দিলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের দাবি, প্রথম ম্যাচেই যদি কোহলি এই কাজটি করতে পারেন, তবে বাকি টুর্নামেন্টে কাউকে টুঁ-শব্দটিও করতে শোনা যাবে না।
আসেল শাস্ত্রী চাইছেন কোহলি এশিয়া কাপের প্রথম ম্যাচেই অন্তত হাফ-সেঞ্চুরি করুন। পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ৫০ রান করতে পারলেই লোকে তাই নিয়ে মেতে থাকবে। আগে কি হয়েছিল, তা নিয়ে বিশেষ মাথা ব্যাথা থাকবে না কারও। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ এক্ষেত্রে দাবি করেন যে, জনগণের স্মৃতি নিতান্তই ক্ষীণ। লোকে খুব তাড়াতাড়ি ভুলে যায় আগে কী হয়েছিল। আগে ভালো খেললেও যেমন লোকে ভুলে যায়, ঠিক তেমনই খারাপ খেললেও মনে রাখে না।
উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি হতে চলেছে বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সুতরাং, এমন মাইলস্টোন ম্যাচে হাফ-সেঞ্চুরি করতে পারলে যে তা সোনায় সোহাগা হবে, এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
স্টার স্পোর্টস আয়োজিত সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী বলেন, ‘ওর (কোহলির) সঙ্গে আমার কথা হয়নি, তবে এটা রকেট সায়েন্স নয়, সবাই বোঝে। বড় খেলোয়াড়রা ঠিক সময়ে জ্বলে ওঠে। ওদের বিরতি দরকার হয়। মানসিক ক্লান্তি বিশ্বের সেরাদেরও কাবু করতে পারে। বিশ্বের এমন কোনও ক্রিকেটার নেই, যাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়নি। আমি নিশ্চিত এই বিরতিটা শুধু শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও তরতাজা করে তুলবে কোহলিকে।’
শাস্ত্রী আরও যোগ করেন, ‘ও অনেক শান্ত মনে মাঠে ফিরবে। কারণ, উত্তেজনাটা কেটে গিয়েছে। তুমি খেলা থেকে দূরে ছিলে। এবার সুর ধারানোর সময়। একেবারে প্রথম ম্যাচেই যদি ও পঞ্চাশ করতে পারে, বাকি টুর্নামেন্টের জন্য সবার মুখ বন্ধ হয়ে যাবে। অতীতেও এমনটা দেখা গিয়েছে। আগে কী ঘটেছে, সে সব এখন অতীত। মানুষ খুব বেশিদিন কিছু মনে রাখে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।