ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েও শান্তি নেই নিকোলাস পুরানের। গায়ানায় ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পুরান। পরের দিনই তাঁকে আইসিসির শাস্তির মুখে পড়তে হয়।
আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করায় পুরানকে জরিমানা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়ার শাস্তিবিধান করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
ভারতের ৭ উইকেটে ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই ব্র্যান্ডন কিং ও জনসন চার্লসের উইকেট হারিয়ে বসে। দলগত ২ রানে ২ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ক্যারিবিয়ান দল। দ্বিতীয় ওভারে আর্শদীপ সিং বল করতে আসেন। তাঁর দ্বিতীয় বলে (১.২ ওভারে) পুরানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান পুরান। বল ট্র্যাকারে স্পষ্ট দেখা যায় যে, বল স্টাম্পে লাগছিল না।
পরে ইনিংসের চতুর্থ ওভারে আর্শদীপের বলে কাইল মায়ের্সকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। মায়ের্স রিভিউ নেন বটে, তবে তাঁকে আম্পায়ার্স কলে আউট হয়ে মাঠ ছাড়তে হয়। ৩.৪ ওভারে মায়ের্সের সেই আউট নিয়েই সন্তুষ্ট ছিলেন না পুরান। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরানকে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়তে দেখা যায়। হার্দিক পান্ডিয়া পাশে দাঁড়িয়ে কথোপকথন শুনছিলেন। তবে তিনি কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে সরে যান।
আরও পড়ুন:- Cricketer With Oxygen Cylinder: পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিপিং করছেন ৮৩ বছরের স্কটিশ ক্রিকেটার- ভাইরাল ভিডিয়ো
সেই সময়ই ধারাভাষ্যকারদের মধ্যে চর্চা শুরু হয়ে যায় যে, পুরান অহেতুক আম্পায়ারদের উপর চাপ তৈরি করছেন। ধারাভাষ্যকাররা আশঙ্কা প্রকাশ করেন যে, ম্যাচের শেষে এমন আচরণের জন্য পুরানকে শাস্তি না পেতে হয়। শেষমেশ বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। দুই ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও নাইজেল ডুগাইড, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ডের রিপোর্ট অনুযায়ী ম্যাচ রেফারি রিচার্ডসন শাস্তিবিধান করেন পুরানের।
আরও পড়ুন:- LPL 2023: ধ্বংসাত্মক শতরান বাবর আজমের, শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় কলম্বোর
পুরান অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন হয়নি। পুরান লেভেল-১ পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত হন। আইসিসির আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী তাঁর জরিমানা করা হয়। সেই সঙ্গে ক্যারিবিয়ান তারকার ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়। ২৪ মাসের মধ্যে ফের এমন দোষ করলে বড়সড় শাস্তি পেতে হবে পুরানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।