বাংলা নিউজ > ময়দান > IND vs WI 1st T20I: পালা করে উইকেট তুললেন অশ্বিনরা, ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করে সিরিজে এগল টিম ইন্ডিয়া

IND vs WI 1st T20I: পালা করে উইকেট তুললেন অশ্বিনরা, ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করে সিরিজে এগল টিম ইন্ডিয়া

দাপুটে বোলিং ভারতের। ছবি- এপি (AP)

ব্যাটে-বলে ভারতীয়দের সামনে পাত্তাই পেলেন না পুরানরা, সব বিভাগে দাপট দেখিয়ে বিরাট জয় রোহিত শর্মাদের।

প্রথম সারির তারকাদের ছাড়াই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার প্রায় পূর্ণ শক্তির টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবর শক্তিশালী দল। তাই কাজটা সহজ হবে না রোহিত শর্মাদের। যদিও সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের একতরফাভাবে পরাজিত করে টিম ইন্ডিয়া।

29 Jul 2022, 11:55:42 PM IST

ম্যাচের সেরা কার্তিক

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে অপরাজিত ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীনেশ কার্তিক।

29 Jul 2022, 11:41:09 PM IST

৬৮ রানে জয় ভারতের

ভারতের ৬ উইকেটে ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রানে আটকে যায়। ৬৮ রানের বড় ব্যাবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেন রোহিত শর্মারা। কীমো পল ১৯ ও জোসেফ ৫ রানে নট-আউট থাকেন। বিষ্ণোই ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইেকট দখল করেন। 

29 Jul 2022, 11:37:53 PM IST

শেষ ওভারে দরকার ৮০ রান

জয়ের জন্য শেষ ওভারে ৮০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১১ রান সংগ্রহ করেছে। অর্শদীপ সিং ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। কীমো পল ৯ ও আলজারি জোসেফ ৪ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 11:33:07 PM IST

২ ওভারে দরকার ৮৫ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে ৮৫ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৬ রান সংগ্রহ করেছে। জাদেজা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।

29 Jul 2022, 11:29:22 PM IST

অর্শদীপের শিকার আকি

১৬.৩ ওভারে আকিল হোসেনকে বোল্ড করে সাজঘরে ফেরান অর্শদীপ সিং। ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১১ রান করেন আকিল। ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। ১৭ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৮ উইকেটে ১০৪ রান।

29 Jul 2022, 11:24:52 PM IST

১০০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ

কষ্ট করে ১০০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ। ১৬ ওভারে তাদের স্কোর ৭ উইকেটে ১০০ রান। ১৪ বলে ১১ রান করেছেন আকিল হোসেন। ১০ বলে ৩ রান করেছেন কীমো পল। জয়ের জন্য ৪ ওভারে ৯১ রান দরকার ক্যারিবিয়ানদের।

29 Jul 2022, 11:07:55 PM IST

স্মিথের উইকেট তুলে নিলেন বিষ্ণোই

১৩.২ ওভারে বিষ্ণোইয়ের বলে স্মিথকে স্টাম্প আউট করেন ঋষভ পন্ত। ২ বল খেলে কোনও রান করেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কীমো পল। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন আকিল। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৯৬ রান। বিষ্ণোই ২ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন।

29 Jul 2022, 11:02:57 PM IST

অশ্বিনের শিকার হেতমায়ের

১২.৪ ওভারে অশ্বিনের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন হেতমায়ের। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন শিমরন। ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওডিন স্মিথ। অশ্বিন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

29 Jul 2022, 10:58:51 PM IST

পাওয়েলকে ফেরালেন বিষ্ণোই

১১.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পাওয়েল। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৪ রান করেন রোভম্যান। ওয়েস্ট ইন্ডিজ ৮২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিল হোসেন। ১২ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান।

29 Jul 2022, 10:44:59 PM IST

সাজঘরে পুরান

৮.২ ওভারে অশ্বিনের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন পুরান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন নিকোলাস। ওয়েস্ট ইন্ডিজ ৬৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেতমায়ের। ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৬৭ রান।

29 Jul 2022, 10:41:40 PM IST

৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৫২ রান। ১২ বলে ১৩ রান করেছেন পুরান। ৬ বলে ২ রান করেছেন পাওয়েল।

29 Jul 2022, 10:30:54 PM IST

ভুবির শিকার ব্রুকস

৫.২ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্রুকস। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে মাঠ ছাড়েন ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্য়ান পাওয়েল। ষষ্ঠ ওবারে কোনও রান ওঠেনি। সুতরাং, পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩ উইকেটে ৪২।

29 Jul 2022, 10:17:07 PM IST

হোল্ডারকে ফেরালেন জাদেজা

২.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জেসন হোল্ডার। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পুরান।

29 Jul 2022, 10:12:05 PM IST

মায়ের্সকে ফেরালেন অর্শদীপ

দ্বিতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে ছক্কা মারেন মায়ের্স। দ্বিতীয় বলে চার মারেন তিনি। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়ে যান মায়ের্স। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার।

29 Jul 2022, 10:07:26 PM IST

আক্রমণাত্মক শুরু ওয়েস্ট ইন্ডিজের

ক্যারিবিয়ানদের হয়ে ওপেন করতে নামেন ব্রুকস ও মায়ের্স। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। প্রথম ওভারে ১১ রান ওঠে। ১টি করে চার মারেন দুই ওপেনার।

29 Jul 2022, 09:54:32 PM IST

ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯১

ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯১ রান। দীনেশ কার্তিক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। অশ্বিন নট-আউট থাকেন ১০ বলে ১৩ রান করে। তিনি ১টি ছক্কা হাঁকান।

29 Jul 2022, 09:46:06 PM IST

হোল্ডারের ওভারে ২১ রান

১৯তম ওভারে হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন অশ্বিন। কার্তিক ১টি চার ও ১টি ছক্কা হাঁকান। ওভারে মোট ২১ রান ওঠে। ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৭৫ রান। কার্তিক ১৪ বলে ২৭ রান করেছনে। অশ্বিন ৯ বলে ১২ রান সংগ্রহ করেছেন। হোল্ডার ৪ ওভারে ৫০ রান খরচ করে ১টি উইকেট নেন।

29 Jul 2022, 09:38:19 PM IST

১৫০ টপকাল ভারত

১৮ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। ১০ বলে ১৪ রান করেছেন দীনেশ কার্তিক। ৬ বলে ৫ রান করেছেন অশ্বিন।

29 Jul 2022, 09:26:39 PM IST

জাদজা আউট

১৫.৬ ওভারে আলজারি জোসেফ তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৬ রান করেন জাদেজা। ভারত ১৩৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অশ্বিন। কার্তিক ৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 09:20:42 PM IST

রোহিত শর্মা আউট

বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ১৪.৫ ওভারে জেসন হোল্ডার ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে হেতমায়েরের হাতে ধরা পড়েন হিটম্যান। ভারত ১২৭ রানমে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৩১ রান। জাদেজা ১১ বলে ১৫ রান করেছেন।

29 Jul 2022, 09:03:14 PM IST

হার্দিক আউট

রোহিত হাফ-সেঞ্চুরি করার ঠিক পরেই আউট হয়ে মাঠ ছাড়েন হার্দির পান্ডিয়া। ১১.৫ ওভারে আলজারি জোসেফের বলে ম্যাককয়ের হাতে ধরা পড়ে যান হার্দিক। ৩ বলে ১ রান করেন পান্ডিয়া। ভারত ১০২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

29 Jul 2022, 09:02:07 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিতের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। সেই সঙ্গে দলকেও ১০০ রানের গণ্ডি পরা করান হিটম্যান।

29 Jul 2022, 08:54:26 PM IST

পন্ত আউট

৯.৬ ওভারে কীমো পলের বলে আকিল হোসেনের হাতে ধরা দেন ঋষভ পন্ত। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৮৮ রানে ৩ উইতেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন রোহিত।

29 Jul 2022, 08:48:09 PM IST

ভারতকে টানছেন রোহিত

৯ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। রোহিত ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৩ রান করেছেন। ৯ বলে ৬ রান করেছেন ঋষভ পন্ত।

29 Jul 2022, 08:39:58 PM IST

৫০ ছুঁল ভারত

৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। রোহিত শর্মা ১৯ বলে ১৮ রান করেছেন। ৩ বলে ২ রান করেছেন ঋষভ পন্ত।

29 Jul 2022, 08:33:14 PM IST

শ্রেয়স আইয়ার আউট

৫.৫ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে আকিল হোসেনের হাতে ধরা দেন শ্রেয়স আইয়ার। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি শ্রেয়স। ভারত ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। রোহিত ১৬ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 08:25:46 PM IST

সূর্যকুমার আউট

৪.৪ ওভারে আকিল হোসেনের বলে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৪ রান করেন তিনি। ভারত ৪৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

29 Jul 2022, 08:24:24 PM IST

ঝড় তুললেন সূর্যকুমার

৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। ১৫ বলে ২৪ রান করেছেন সূর্যকুমার যাদব। ৯ বলে ১৪ রান করেছেন রোহিত শর্মা।

29 Jul 2022, 08:15:14 PM IST

আগ্রাসী শুরু ভারতের

২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০ রান। দ্বিতীয় ওভারে হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি চার মারেন যাদব। রোহিত ৯ ও যাদব ১০ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 08:04:08 PM IST

ম্যাচ শুরু, ওপেনে পন্ত

সূর্যকুমার যাদবকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন ওবেদ ম্যাককয়। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। চতুর্থ বলে চার মারেন সূর্যকুমার। প্রথম ওভারে ৫ রান ওঠে।

29 Jul 2022, 07:51:54 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

শামারহ ব্রুকস, শিমরন হেতমায়ের, ওডিন স্মিথ, কাইল মায়ের্স, কীমো পল, নিকোলাস পুরান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, আকিল হোসেন ও আলজারি জোসেফ। 

29 Jul 2022, 07:46:04 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), দীনেশ কার্তিক,  রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও অর্শদীপ সিং।

29 Jul 2022, 07:35:32 PM IST

টস জিতল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলনায়ক নিকোলাস পুরান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ব্রায়ান লারা স্টেডিয়ামে টিম ইন্ডিয়া টস হেরে শুরুতে ব্যাট করবে।

29 Jul 2022, 07:06:05 PM IST

ছিটকে গেলেন লোকেশ রাহুল

চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল। চোট সারিয়ে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াডে ফিরলেও করোনা আক্রান্ত হওয়ায় ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়া হয়নি রাহুলের। অবশেষে শুক্রবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, লোকেশ রাহুলকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম। তাই টি-২০ সিরিজে তিনি মাঠে নামতে পারবেন না। তাঁর পরিবর্তে জাতীয় নির্বাচকরা সঞ্জু স্যামসনকে টি-২০ স্কোয়াডে জায়গা করে দিয়েছেন। স্যামসন ওয়ান ডে সিরিজের তিন ম্যাচেই মাঠে নামেন। 

29 Jul 2022, 07:01:48 PM IST

ভারতের টি-২০ স্কোয়াড

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্ষাল প্যাটেল, অর্শদীপ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাতির হানা রুখতে পদক্ষেপ, উত্তরবঙ্গে ৭২ কিমি এলাকাজুড়ে বসছে বিদ্যুৎবাহী বেড়া ৫৫.২৭ কোটির ঋণ প্রতারণা! মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্যাক্সের টাকায় মূর্তি-মন্দির বানানোয় 'আপত্তি', কী প্রশ্ন তুললেন ঋত্বিক? সকালে ছাতুর জল মুখে রোচে না? প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে বানিয়ে নিন এই সুস্বাদু পদ ঠোঁট-ঠাসা চুমু রাজ-শুভশ্রীর, সামনেই ইউভান! রাজ-পুত্রের নজর যদিও এই বিশেষ দিকে মে মাসে জন্মগ্রহণকারীরা হন সৃষ্টিশীল, সংবেদনশীল!আর কী কী গুণ থাকে?রইল জ্যোতিষমত ফ্রি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে সাবধান! ১ ভুলেই অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে নমাজ আদায় করতে মাঝ রাস্তায় বাস দাঁড় করালেন সরকারি বাসের ড্রাইভার, দেখুন ভিডিয়ো রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সম্পর্কে যাওয়ার পর জানতে পারেন পারভিন ববি বিবাহিত! বিস্ফোরক দাবি মহেশ ভাটের

Latest sports News in Bangla

রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া Asian Cup-এর বাছাইপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীলরা! কার বিরুদ্ধে? এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ঠিক নয়… সেমিতে নামার কেন এমন বললেন বাগানের কোচ? ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট মোহনবাগানের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু

IPL 2025 News in Bangla

IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর 'IPL বেটিং-সহ নানা গেমে আসক্তি, প্রতিবাদ করায় স্ত্রীর মুুন্ডু কেটে খুন' যুবকের CSK-এর প্লে-অফের আশায় জল ঢেলে বিরাট লাফ PBKS-এর, বদলে গেল IPL Points Table IPL-এ মিরাকেল ক্যাচ! PBKS-র শশাঙ্ককে ফিরিয়ে এবি-পোলার্ডকে মনে করালেন প্রোটিয়া চাহালের হ্যাটট্রিকের পর শ্রেয়সের দুরন্ত ইনিংস! CSKকে IPL2025 থেকে ছিটকে দিল PBKS IPL 2025 থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল? বড় খোলসা করলেন PBKS অধিনায়ক শ্রেয়স ৫ বলে ৪ উইকেট, CSK-এর বিরুদ্ধে কোনও বোলারের প্রথম হ্যাটট্রিক, IPL-এ ইতিহাস যুজির ব্যর্থ ওপেনাররা, ফ্লপ মাহিও! হ্যাটট্রিক চাহালের! কারানের ৮৮ রানের সুবাদে CSK ১৯০ পরবর্তী ম্যাচ খেলব কিনা, তাই-ই জানি না… অবসর নিয়ে প্রশ্নে এ কী জবাব দিলেন ধোনি!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.