এশিয়া কাপের গ্রুপ এ-তে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী জয়ের পর, ভারত এ বার হংকং-কে হারিয়ে পরের পর্বে জায়গা পাকা করে ফেলতে চায়। বুধবার (৩১ অগস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আরও একটা জয়ই নিশ্চিত করবে মেন ইন ব্লু সুপার ফোর রাউন্ডে জায়গা।
হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের হাত ধরেই পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারত। রবিবার পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৪৭ রান করেছিল। ভুবনেশ্বর কুমার বল হাতে তাঁর দক্ষতা দেখিয়েছেন চার উইকেট তুলে নিয়ে। হার্দিক ৩ উইকেট নিয়েছেন। সামগ্রিক ভাবেই ভারতীয় দল শক্তিশালী প্রদর্শন করেছে। এবং ৫ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলেছে রোহিত শর্মা ব্রিগেড।
আরও পড়ুন: পন্ত কি জায়গা পাবেন? সূর্যের বদলে হুডা খেলবেন? কী হবে ভারতের একাদশ?
বুধবার হংকং-এর বিরুদ্ধে ম্যাচটা কিন্তু খুব সহজ হবে না ভারতের। নিজাকত খানের নেতৃত্বে দলটি কোয়ালিফাইং রাউন্ডে দুর্দান্ত খেলেছে। এশিয়া কাপ বাছাই পর্বে তাদের তিনটি ম্যাচই জিতেছিল। এহসান খানের স্পিন বোলিং দুর্দান্ত, এবং ভারতীয় ব্যাটিং অর্ডারে তার প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।