ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স হার্দিক পান্ডিয়ার। ম্যাচ জেতানো শতরান ঋষভ পন্তের। T20-র পরে তিন ম্যাচের ODI সিরিজেরও দখল নিল টিম ইন্ডিয়া।
ট্রফি নিয়ে টিম ইন্ডিয়া। ছবি- এএফপি
ওভালের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত ১০ উইকেটে জয় তুলে নেয়। লর্ডসের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে ১০০ রানে পরাজিত করে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে যাওয়ায় ম্যাঞ্চেস্টারের তৃতী ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়। সেই ফাইনালে জিতে টি-২০'র পরে ওয়ান ডে সিরিজেরও দখল নেয় টিম ইন্ডিয়া।
17 Jul 2022, 11:08 PM IST
সিরিজ সেরা পান্ডিয়া
৩ ম্যাচে ১০০ রান ও ৬টি উইকেট সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হার্দিক পান্ডিয়া। নির্ণায়ক ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
17 Jul 2022, 11:06 PM IST
ম্যাচের সেরা পন্ত
১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ঋষভ পন্ত।
17 Jul 2022, 10:52 PM IST
সিরিজ জিতল ভারত
ওভালে ১০ উইকেট প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লর্ডসে ইংল্যান্ড ১০০ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার ওল্ড ট্র্যাফোর্ডে ৫ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজের দখল নেয় টিম ইন্ডিয়া।
17 Jul 2022, 10:48 PM IST
৫ উইকেটে জয় ভারতের
৪২.১ ওভারে জো রুটের বলে রিভার্স স্যুইপে চার মারেন ঋষভ পন্ত এবং ভারতের জয় নিশ্চিত করেন। ইংল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ২৬১ রান তুলে ম্যাচ জেতে। ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন পন্ত। ১৫ বলে ৭ রান করে নট-আউট থাকেন জাদেজা।
17 Jul 2022, 10:45 PM IST
জিততে ৩ রান দরকার ভারতের
শতরানে পৌঁছনোর পরেই ঝড় তুললেন পন্ত। ৪২তম ওভারে ডেভিড উইলির বলে পরপর ৫টি চার মারেন তিনি। শেষ বলে ১ রান নেন পন্ত। ওভারে মোট ২১ রান ওঠে। ৪২ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৫৭ রান। জয়ের জন্য মাত্র ৩ রান দরকার টিম ইন্ডিয়ার। পন্ত ১১২ বলে ১২১ রান করেছেন।
17 Jul 2022, 10:39 PM IST
পন্তের দুরন্ত শতরান
১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪১ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৩৬ রান। জয়ের জন্য ভারতের দরকার ৯ ওভারে ২৪ রান।
17 Jul 2022, 10:36 PM IST
১০ ওভারে দরকার ২৯ রান
৪০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৩১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ২৯ রান দরকার টিম ইন্ডিয়ার। পন্ত ৯৬ রানে ব্যাট করছেন।
17 Jul 2022, 10:31 PM IST
সেঞ্চুরির দোরগোড়ায় পন্ত
৩৯ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। ঋষভ পন্ত ৯৯ বলে ৮৮ রান করেছেন। জাদেজা ব্যাট করছেন ৫ রানে। জয়ের জন্য ১১ ওভারে ৩৯ রান দরকার ভারতের। পন্ত ১০টি টার ও ১টি ছক্কা মেরেছেন।
17 Jul 2022, 10:18 PM IST
হার্দিক পান্ডিয়া আউট
৩৫.১ ওভারে ব্রাইডন কার্সের বলে চার মেরে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলেও চার মারেন তিনি। তবে তৃতীয় বলে স্টোকেসর হাতে ধরা পড়ে যান হার্দিক। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৭১ রান করেন পান্ডিয়া। ভারত ২০৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ৩৬ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ২০৬ রান। জয়ের জন্য ১৪ ওভারে ৫৪ রান দরকার তাদের। ঋষভ পন্ত ব্যাট করছেন ৮৮ বলে ৭৭ রান করে। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
17 Jul 2022, 09:58 PM IST
ঋষভ-হার্দিকের জোড়া অর্ধশতরান
ভারত এখনও যেটুকু লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটা ঋষভ-হার্দিকের জন্য। দুই তারকাই অর্ধশতরান করে ফেলেছেন। ৪৩ বলে হার্দিক অর্ধশতরান পূরণ করেন। আর ঋষভ পন্ত ৭১ বলে চার মেরে হাফসেঞ্চুরি করেন। পন্ত এবং হার্দিকের সৌজন্যেই ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫৯ রান।
17 Jul 2022, 09:31 PM IST
এখন হার্দিক-ঋষভই ভরসা
২৫ ওভার হয়ে গিয়েছে। ৪ উইকেটে ১২৪ রান ভারতের। নিঃসন্দেহে মারাত্মক চাপে টিম ইন্ডিয়া। তবে যতক্ষণ ক্রিজে ঋষভ পন্ত (৫২ বলে ৩৪) এবং হার্দিক পাণ্ডিয়া (২৮ বলে ৩৫) রয়েছেন, ততক্ষণ আশা বেঁচে থাকবে ভারতের।
17 Jul 2022, 09:16 PM IST
১০০ টপকাল ভারত
২১ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান।১৩ বলে ১৬ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ৪৩ বলে ৩১ রান করেছেন ঋষভ পন্ত।
17 Jul 2022, 08:53 PM IST
সূর্যকুমার আউট
১৬.২ ওভারে ওভার্টনের বলে বাটলারের দস্তানায় ধরা পড়লেন সূর্যকুমার যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ৭২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি প্রথম বলেই ৩ রান নেন। সেই ওভারের চতুর্থ বলে চার মারেন পন্ত। ১৭ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৯ রান। পন্ত ২৩ রানে ব্যাট করছেন।
17 Jul 2022, 08:51 PM IST
পন্তকে স্টাম্প করার সুযোগ হাতছাড়া
১৫.৩ ওভারে মইন আলির বলে ঋষভ পন্তকে স্টাম্প-আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন জোস বাটলার। ১৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৭১ রান। পন্ত ১৮ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
17 Jul 2022, 08:49 PM IST
হাল ধরছেন পন্ত-সূর্যকুমার
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ঋষভ পন্ত ২৫ বলে ১৭ রান করেছেন। সূর্যকুমার যাদব ২৩ বলে ১৫ রান করেছেন।
17 Jul 2022, 08:38 PM IST
৫০ টপকাল ভারত
১২ ওভার শেষে বারতের স্কোর ৩ উইকেটে ৫২ রান। সূর্যকুমার যাদব ১৩ বলে ৮ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। ঋষভ পন্ত ১৭ বলে ৪ রান করেছেন।
17 Jul 2022, 08:19 PM IST
বিরাট কোহলি আউট
ঘটল না শাপমুক্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও সস্তায় সাজঘরে ফিরতে হল বিরাট কোহলিকে। ৮.১ ওভারে টপলির বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন বিরাট। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৭ রান করেন তিনি। ভারত ৩৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
17 Jul 2022, 08:17 PM IST
আত্মবিশ্বাসী দেখাচ্ছে কোহলিকে
৮ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে। কোহলি ৩টি সুদৃশ্য বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৭ রান করেছেন। ২ রানে ব্যাট করছেন পন্ত।
17 Jul 2022, 08:05 PM IST
রোহিত শর্মা আউট
দরকারের সময় দলকে নির্ভরতা দিতে পারলেন না রোহিত শর্মা। ৪.৬ ওভারে টপলির বলে খোঁচা দিয়ে স্লিপে রুটের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত দলগত ২১ রানে ২টটি উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। টপলি ৩ ওভারে ৯ রানে ২টি উইকেট নেন।
17 Jul 2022, 07:54 PM IST
শুরুতেই ধাওয়ান আউট
২.১ ওভারে টপলির বলে পয়েন্টে জেসন রয়ের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ৩ বলে ১ রান করেন গব্বর। ভারত ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ৩ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৩ রান।
17 Jul 2022, 07:44 PM IST
ভারতের রান তাড়া করা শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন রীস টপলি। শেষ বলে চার মারেন রোহিত। ভারত প্রথম ওভারে ৪ রান তোলে।
17 Jul 2022, 07:15 PM IST
টপলিকে ফেরালেন চাহাল, ইংল্যান্ড অল-আউট
৪৫.৫ ওভারে টপলিকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন যুজবেন্দ্র চাহাল। ২ বল খেলে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় টপলিকে। ইংল্যান্ড ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। ৩ রানে অপরাজিত থাকেন কার্স। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৬০ রান। চাহাল ৬০ রানে ৩ উইকেট দখল করেন। ২৪ রানে ৪ উইকেট নেন হার্দিক। ৬৬ রানে ২টি উইকেট নিয়েছেন সিরাজ। ২১ রানে ১টি উইকেট নিয়েছেন জাদেজা। উল্লেখ্য, ওয়ান ডে ক্রিকেটে এই প্রথমবার ইনিংসে ৪ উইকেট দখল করেন হার্দিক পান্ডিয়া।
17 Jul 2022, 07:12 PM IST
চাহালের দ্বিতীয় শিকার ওভার্টন
৪৫.৩ ওভারে চাহালের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় কোহলির হাতে ধরা পড়েন ক্রেগ ওভার্টন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন ওভার্টন। ইংল্যান্ড ২৫৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রীস টপলি।
17 Jul 2022, 07:08 PM IST
উইলিকে ফেরালেন চাহাল
৪৩.৪ ওভারে চাহালের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ডেভিড উইলি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন উইলি। ইংল্যান্ড ২৪৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্রাইডন কার্স।
17 Jul 2022, 06:44 PM IST
৪০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেটে ২১৪
৪০ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২১৪ রান তুলেছে। ডেভিড উইলি ৮ বলে ৫ রান করেছেন। ১২ বলে ১১ রান করেছেন ওভার্টন।
17 Jul 2022, 06:33 PM IST
বাটলারের উইকেট নিলেন পান্ডিয়া
লিভিংস্টোনকে সাজঘরে ফেরানোর পরে সেই ওভারের শেষ বল জোস বাটলারকেও মাঠ ছাড়তে বাধ্য করলেন হার্দিক পান্ডিয়া। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৬০ রান করে জাদেজার হাতেই ধরা দেন বাটলার। ইংল্যান্ড ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রেগ ওভার্টন। পান্ডিয়া ৬ ওভারে ৩টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
17 Jul 2022, 06:28 PM IST
লিভিংস্টোনকে ফেরালেন হার্দিক
৩৬.৩ ওভারে হার্দিকের বলে বাউন্ডারি লাইনে জাদেজার হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন লিয়াম। ইংল্যান্ড ১৯৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি।
17 Jul 2022, 06:21 PM IST
১৫ ওভারের খেলা বাকি
৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯০ রান। ২৬ বলে ২০ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ৭৫ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন জোস বাটলার।
17 Jul 2022, 06:07 PM IST
হাফ-সেঞ্চুরি বাটলারের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ৩২ ওভারে ইংল্যন্ডের স্কোর ৫ উইকেটে ১৭০। ৫১ রানে ব্যাট করছেন বাটলার। লিভিংস্টোন অপরাজিত রয়েছেন ৯ রানে।
17 Jul 2022, 05:48 PM IST
মইনকে ফেরালেন জাদেজা
২৮তম ওভারে প্রথমবার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তিনি দ্বিতীয় বলেই তুলে নেন মইন আলির উইকেট। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৩৪ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন আলি। ইংল্যান্ড ১৪৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন। ২৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৫৬ রান। বাটলার ৪০ রানে ব্যাট করছেন।
17 Jul 2022, 05:39 PM IST
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে। জোস বাটলার ৪৯ বলে ৩২ রান করেছেন। মইন আলি ৩৫ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন।
17 Jul 2022, 05:26 PM IST
১০০ টপকাল ইংল্যান্ড
২২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১০৭ রান। বাটলার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ২৯ রান করেছেন। মইন আলি ২৬ বলে ৫ রান করে ব্যাট করছেন।
17 Jul 2022, 05:14 PM IST
অস্বস্তিতে বাটলার
জোস বাটলারকে রীতিমতো শঙ্কায় রেখেছেন মহম্মদ সিরাজ। ১৯তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে দু'বার বাটলারের হেলমেটে গিয়ে লাগে বল। প্রোটেকল মেলে ২ বার হেলমেট বদলাতে হয় ব্রিটিশ দলনায়ককে। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৬।
17 Jul 2022, 05:01 PM IST
১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২
১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২ রান। ২০ বলে ১০ রান করেছেন জোস বাটলার। ১৬ বলে ২ রান করেছেন মইন আলি। হার্দির ৪ ওভারে ৩টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
17 Jul 2022, 04:42 PM IST
স্টোকসকে ফেরালেন হার্দিক
১৩.২ ওভারে হার্দিকের লাফিয়ে ওঠা বলের লাইন থেকে ব্যাট সরিয়ে নিতে পারেননি বেন স্টোকস। বল ব্যাটে লেগে হাওয়ায় ভেসে যায়। নিজেই দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন পান্ডিয়া। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন স্টোকস। ইংল্যান্ড দলগত ৭৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। হার্দিক ৩ ওভারে ২টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
17 Jul 2022, 04:23 PM IST
জেসনকে ফেরালেন হার্দিক
৯.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বল আকাশে তুলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জেসন রয়। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ড ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোস বাটলার। পান্ডিয়া নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট তুলে নেন।
17 Jul 2022, 04:13 PM IST
৫০ টপকাল ইংল্যান্ড
৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৯ রান। ২১ বলে ২৩ রান করেছেন বেন স্টোকস। ২১ বলে ৩৫ রান করেছেন জেসন রয়। জেসন ৬টি ও স্টোকস ৪টি চার মেরেছেন।
17 Jul 2022, 03:53 PM IST
জোড়া বাউন্ডারি স্টোকসের
চতুর্থ ওভারে সিরাজের বলে জোড়া বাউন্ডারি মারেন বেন স্টোকস। তবে দু'বার বল হাওয়ায় ভেসে যায়। একটু এদিক-ওদিক হলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হতো স্টোকসকে। ৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৪ রান।
17 Jul 2022, 03:45 PM IST
রুটের উইকেট তুলে নিলেন সিরাজ
বেয়ারস্টোকে আউট করার পরে নিজের প্রথম ওভারের শেষ বলে সিরাজ আউট করেন জো রুটকে। স্লিপে রোহিতের হাতে ধরা পড়েন রুট। ৩ বলে খাতা খুলতে পারেননি রুটও। ইংল্যান্ড ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। সিরাজ ১ ওভারে কোনও রান না দিয়েই ২টি উইকেট তুলে নেন।
17 Jul 2022, 03:40 PM IST
বেয়ারস্টোকে ফেরালেন সিরাজ
বুমরাহর বদলে মাঠে নামা সিরাজ শুরুতেই ভারতকে সাফল্য এনে দিলেন। ২.৩ ওভারে সিরাজের বলে পরিবর্ত ফিল্ডার শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন জনি। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি বেয়ারস্টো। ইংল্যান্ড ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।
17 Jul 2022, 03:35 PM IST
আগ্রাসী শুরু জেসনের
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন জেসন। চতুর্থ বলে আরও ১টি চার মারেন তিনি। প্রথম ওভারে ১২ রান ওঠে।
হালকা চোট, তাই সিরিজ নির্ণায়ক ম্যাচ হলেও জসপ্রীত বুমরাহকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি ভারত। তাঁর জায়গায় মাঠে নামছেন মহম্মদ সিরাজ।
বিস্তারিত পড়ুন: IND vs ENG 3rd ODI: জোর ধাক্কা ভারতীয় শিবিরে, ‘ফাইনালে’ কেন মাঠে নামলেন না বুমরাহ? জানা গেল আসল কারণ
17 Jul 2022, 03:03 PM IST
টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন রোহিত
প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে তিনি পুনরায় ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ম্য়াঞ্চেস্টারেও রান তাড়া করবে টিম ইন্ডিয়া। জোস বাটলার অবশ্য স্পষ্ট জানালেন যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতেন।
17 Jul 2022, 02:48 PM IST
বিশ্বকাপের ক্ষত সঙ্গে নিয়েই ম্যাঞ্চেস্টারে ভারত
২০২০-র সেপ্টেম্বরের পর থেকে ম্যাঞ্চেস্টারে এই প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হচ্ছে। ভারত এই মাঠে শেষবার খেলতে নামে ২০১৯ বিশ্বকাপে। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় টিম ইন্ডিয়াকে। সুতরাং সেই ক্ষত সঙ্গে নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ফের লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া।
17 Jul 2022, 02:38 PM IST
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
লর্ডসের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৪৯ ওভারে ২৪৬ রানে অল-আউট হয়ে যায়। ৪৭ রান করেন মইন আলি। ৪১ রান করেন ডেভিড উইলি। যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায়। হার্দিক ও জাদেজা উভয়েই ২৯ রানের যোগদান রাখেন। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। ২৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রীস টপলি।
17 Jul 2022, 02:38 PM IST
প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
ওভালে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইংল্যান্ড ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে অল-আউট হয়ে যায়। বাটলার ৩০ ও উইলি ২১ রান করেন। বুমরাহ ১৯ রানে ৬ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জেতে। ১৮৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৭৬ ও শিখর ধাওয়ান ৩১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন বুমরাহ।