কমিক্সের জগতে সর্বশক্তিশালী সুপারহিরো হলেন সুপারম্যান। ঠিক সেইভাবেই একসময় বিশ্বক্রিকেটে দাপট চলত ‘সুপার বিরাট’র। তবে সুপারম্যান যেমন ‘ক্রিপ্টোনাইটে’ জব্দ, ঠিক তেমনভাবেই লাল বলের ক্রিকেটে যেন বিরাট কোহলির ‘ক্রিপ্টোনাইট’ বেন স্টোকস।
রবিবার (৩ জুলাই) ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে কোহলি কিন্তু শুরুটা ভালই করেছিলেন। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ড্রাইভও মারেন তিনি। তবে সেই বেন স্টোকসের বলেই উইকেট দিয়ে ২০ রানেই সাজঘরে ফিরতে হয় ‘সুপার ভি’কে। স্টোকসের গুড লেংথের বল হঠাৎ করেই খানিকটা বেশি লাফিয়ে কোহলির গ্লাভসে লেগে কিপারের কাছে চলে যায়। ইংলিশ কিপার স্যাম বিলিংস বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হলেও, দারুণ রিফ্লেক্স দেখিয়ে ক্যাচ ধরে নেন জো রুট। কোহলির শতরানের খরা পৌঁছয় ৭৫ ইনিংস।
সাধারণত ভারত-ইংল্যান্ড মানে কোহলি বনাম জেমস অ্যান্ডারসনের লড়াই বলে ট্যাগলাইন দেওয়া হয়। টেস্ট ক্রিকেটে কোহলিকে সর্বোচ্চ, সাতবার আউট করেছেন অ্যান্ডারসন ও ন্যাথন লিয়ঁ। তবে তাঁর অধিনায়ক বেন স্টোকসও কিন্তু এই বিষয়ে পিছিয়ে নেই, এই নিয়ে ষষ্ঠবার লাল বলের ক্রিকেটে কোহলিকে সাজঘরে ফেরত পাঠালেন স্টোকস, যা মইন আলির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য এক্ষেত্রে কোহলি নিজেকে দুর্ভাগ্যজনক বলে মনে করতেই পারেন। তবে সেই দিয়ে চিড়ে ভেজার নয়। আর যাই আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ ইনিংস শতরান ছাড়া থাকা কিন্তু একেবারেই কোহলিসুলভ নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।