এই প্রথম বাইশ গজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারতের মহিলা দল। এরমধ্যে দিয়েই ঝুলন গোস্বামীকে আদর্শ ফেয়ারওয়েল দিলেন হরমনপ্রীতরা। তবে সিরিজের শেষODI ম্যাচ হেরে একেবারেই বিরক্ত ইংল্যান্ড অধিনায়ক এমি জোন্স। শেষে যেভাবে মানকাডিং করে দীপ্তি ম্যাচ শেষ করেন,সেই নিয়েও ক্ষোভ উগরে দেন ইংল্যান্ডের অধিনায়ক।
শনিবার মহিলা ক্রিকেটে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ব্যাটার চার্লি ডিনকে‘ম্যানকাডিং’-এর মাধ্যমে আউট করার পর টিম ইন্ডিয়ার অলরাউন্ডার দীপ্তি শর্মা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন। দুই দেশের সমর্থকরা তাদের মতামতে বিভক্ত হয়ে পড়ায় দীপ্তির করা চার্লি ডিনকে রান আউট আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।‘ম্যানকাডিং’নিয়ে হাই-অক্টেন বিতর্কের মধ্যে,ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনসও একটি মন্তব্য করেন। তারপরেই তাঁর একটি পুরানো ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে।
আরও পড়ুন… সিঙ্গাপুরের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট করে ড্র, হতাশ অধিনায়ক সুনীল ছেত্রী
আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল শনিবার। এদিন লর্ডসে নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচ রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছে যায়। ৪৪ তম ওভারে যখন বাংলার মেয়ে দীপ্তি বল করতে আসেন,তখন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৮ রান। হাতে ছিল এক উইকেট। প্রথম বলে এক রান হয়। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। তৃতীয় বলে চার্লি ডিনকে মানকাডিং করেন।
তৃতীয় বলটা করার মধ্যেই থেমে যান ভারতীয় অল-রাউন্ডার দীপ্তি। পিছন দিকে ফেরেন এবং ভেঙে দেন স্টাম্প। অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। তাতে স্পষ্ট দেখা যায়,ক্রিজের বাইরে ছিলেন ডিন। আউট দিয়ে দেন আম্পায়ার। তার ফলে ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচে ১৬ রানে জিতে যায় ভারত।
আরও পড়ুন… ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ! এশিয়ার বাইরে প্রথমবার এমনটা করে দেখালেন হরমনপ্রীতরা
এরপরে জোন্স জানিয়েছিলেন,‘ফলাফল নিয়ে একেবারেই খুশি নই। আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। শেষের উইকেটের পতন নিয়ে মতামতের পার্থক্য থাকবেই। আমি এর (এইভাবে আউটের) ফ্যান একেবারেই নই। তবে এটা নির্ভর করছে ভারত বিষয়টাকে কিভাবে দেখছে। এটা নিয়মের মধ্যেই রয়েছে। আশা করছি এই ঘটনা এই সিরিজের উপর কোন প্রভাব ফেলবে না।’