শুভব্রত মুখার্জি: WTC ফাইনাল থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন ট্র্যাভিস হেড। ফাইনালের শিরোপা অস্ট্রেলিয়া জয়ের অন্যতম কারিগর ছিলেন হেড। তাঁর অনবদ্য শতরানে প্রশস্ত হয় অজিদের জয়ের পথ। এরপর অ্যাশেজ সিরিজেও তিনি রয়েছেন ভালো ফর্মে। যার পুরস্কারও তিনি পেলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির থেকে। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ব্যাটারদের যে ক্রমতালিকা আইসিসি প্রকাশ করেছে তাতে স্মিথ-ল্যাবুশানদের পিছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন ট্র্যাভিস হেড। তার সামনে এখন শুধু রয়েছেন নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন। যার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্র্যাভিস হেড।
চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে হেরেছে অজিরা। দল হারলেও ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন ট্র্যাভিস হেড। যার প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। লাল বলের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

আইসিসি র্যাঙ্কিংয়ের বর্তমান ব্যাটিং তালিকা (ছবি-টুইটার)
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিং বুধবার প্রকাশ করেছে আইসিসি। সেখানেই সতীর্থ স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেনকে টপকে উপরে উঠে এসেছেন হেড। প্রসঙ্গত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অর্থাৎ লিডসের দুই ইনিংসে যথাক্রমে ৩৯ ও ৭৭ রান করেন হেড। তারপরেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুধাপ এগিয়েছেন তিনি।
হেডের বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৪। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৮৮৩। অর্থাৎ তাঁর থেকে মাত্র ৯ পয়েন্টে পিছিয়ে হেড। গত জুনে ভারতের বিরুদ্ধে WTC ফাইনালে মারকুটে এক শতরান করে তিন নম্বরে উঠে আসেন হেড।
স্মিথ ও ল্যাবুশান দু ধাপ করে নীচে নেমে এখন আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। জো রুট এক ধাপ পিছিয়ে রয়েছেন ছয় নম্বরে। তিনে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। হেডিংলি টেস্টে ৭৫ রান করা ইংল্যান্ডের হ্যারি ব্রুক দ্বাদশ স্থানে উঠে এসেছেন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৫ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে উঠে এসেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।