দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ টু-এর সুপার টুয়েলভের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। ম্যাচ বাতিলের পর দুই দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। আর এই ম্যাচে ভেস্তে যাওয়ায় আখেরে লাভ হয়েছে ভারত-পাকিস্তানের।
বৃষ্টির জন্য প্রাথমিক ভাবে ৯ ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে বলে জানানো হয়। কুড়ি ওভারের ম্যাচটি ৯ ওভারের করে হয়ে যায় এবং প্রথম ইনিংসে জিম্বাবোয়ে পুরো ৯ ওভার ব্যাটও করে। জিম্বাবোয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা ৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান সংগ্রহ করে।
আরও পড়ুন: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহ করে নেয়। যদিও ১.১ ওভারের খেলা হওয়ার পরে বৃষ্টিতে ফের বন্ধ রাখতে হয় ম্যাচ। পুনরায় ম্যাচ শুরু হলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৬৩ রানের।
তবে এর পরেই জিম্বাবোয়ের ক্রিকেটাররা অযথা সময় নষ্ট করতে শুরু করেন। হাল্কা বৃষ্টি চলছিল। তাই জিম্বাবোয়ে বুঝে যায় যে, পুনরায় বৃষ্টির জন্য ম্যাচ থমকালে খেলা বাতিল হতে বাধ্য। শেষ পর্যন্ত সেটাই হয়। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৫১ রান তোলার পরে বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ১৩ রান দূরে দাঁড়িয়ে যায়। ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয় দুই দলকে।
আরও পড়ুন: জানি, ক্রিকেট কতটা নিষ্ঠুর আর অন্যায্য হতে পারে-রামিজ রাজার টুইটে ঝরে পড়ল হতাশা
সুপার-টুয়েলভের গ্রুপ-টু-এ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ের মধ্যে ম্যাচ বাতিল হওয়ার পর এই গ্রুপে অন্তর্ভুক্ত ভারত এবং পাকিস্তান দল সুবিধা পেতে পারে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। দুই দলই এখনও দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের ম্যাচ খেলেনি। গ্রুপ-টু-এ বর্তমানে বাংলাদেশ ও ভারত ২ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলেরই নেট রান রেট প্লাস।
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যে ম্যাচ বাতিলের পর দুই দলের খাতায় এক করে পয়েন্ট যোগ হয়েছে। দক্ষিণ আফ্রিকার সামনে এই ম্যাচে জিতে দুই পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন তাদের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়েকে তাদের পরবর্তী ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। সেখানে সুবিধে পাবে ভারত এবং পাকিস্তান। তাদের উপর চাপ আগের চেয়ে অনেকটাই কমে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।