নকআউট ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু একটি মাত্র নকআউট ম্যাচের নিরিখেই কোনও খেলোয়াড়ের পেশাদারি ক্রিকেট কেরিয়ার বিচার করা যায় না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ঠিক আগে এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
কিছুক্ষণ পরেই অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই মহারণের আগেরদিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘আমার মতে, নকআউট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেটা বুঝি। সেটার পিছনে একটি সহজ যুক্তি আছে। কারণ আপনি একবারই নকআউট ম্যাচ খেলার সুযোগ পান। নকআউট ম্যাচে ভালো করার কেবলমাত্র একটাই সুযোগ থাকে।’
আরও পড়ুন: IND vs ENG Semi-Final Live: পুরনো পিচে খেলা হবে বলে কি বাড়তি সুবিধা পাবে ভারত?
রোহিত আরও বলেন, 'আমাদের কাছে (ব্যাপারটা কিছুটা আলাদা)। আমার মতে, খেলোয়াড়রা নিজেদের পুরো কেরিয়ারে কী করেছে, তা একটি মাত্র নকআউট ম্যাচ দিয়ে বিবেচনা করা যায় না। শুধু আমি নয়, সব খেলোয়াড়দের ক্ষেত্রেই (বিষয়টা এরকম বলে মনে হয়)। আপনি যেখানে পৌঁছাতে যান, সেখানে পৌঁছানো এবং সব ফর্ম্যাটেে ভালো করার জন্য আপনি সারাজীবন পরিশ্রম করেন। তাই ওই একটি ম্যাচ (কোনও খেলোয়াড়ের কেরিয়ারের) ভাগ্য নির্ধারণ করতে পারে না।'
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ
বৃহস্পতিবার অ্যাডিলেডে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ প্রথমে ব্যাট করতে হবে ভারতকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল নামিয়েছিল ভারত, সেই ১১ জনই খেলছেন আজ। ইংল্যান্ড জোড়া পরিবর্তন করেছে। চোটের জন্য ডেভিড মালান এবং মার্ক উড ছিটকে গিয়েছেন।বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাডিলেডের পিচ দুর্দান্ত লাগছে। একেবারে ব্যাটিংয়ের স্বর্গ তৈরি করা হয়েছে। প্রচুর রান উঠবে। বিশেষত ছোটো স্কোয়ার বাউন্ডারির দিক থেকে প্রচুর রান উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার) হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং আর্শদীপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।