ম্যাচটা হাতে ছিল। সেখান থেকে ভারতের বিরুদ্ধে হেরে গেল বাংলাদেশ। তার ফলে কার্যত শেষ হয়ে গেল সেমিফাইনালে ওঠার আশা। তবে এখনও খাতায়কলমে বাংলাদেশের সামনে সেমিতে ওঠার সম্ভাবনা আছে।
আগামী রবিবার (৬ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জিততেই হবে শাকিব আল হাসানদের। তাহলে ছয় পয়েন্টে পৌঁছাবে বাংলাদেশ। তারপর অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে। কোন কোন অঙ্কে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে, তা দেখে নিন -
বাংলাদেশের বিরুদ্ধে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান (আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও বাবর আজমরা ছিটকে যাবেন)। সেই পরিস্থিতিতে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের লড়াই হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গে।
১) দুটি ম্যাচেই (পাকিস্তান এবং নেদারল্যান্ডস) দক্ষিণ আফ্রিকার হার প্রার্থনা করতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে পাঁচ পয়েন্টেই থমকে থাকবে দক্ষিণ আফ্রিকা। সেমিতে উঠে যাবে ভারত (জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যাক বা জিতে যাক) এবং বাংলাদেশ।
আরও পড়ুন: KL Rahul Run-Out: ৩৪ মিটার দূর থেকে ডিরেক্ট হিট! লিটনকে রান আউট করে রাহুল বদলে দিলেন ম্যাচের রঙ
২) পাকিস্তান বা নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে প্রবল চাপ বাড়বে বাংলাদেশের। কারণ সেক্ষেত্রে সেমিতে উঠে যাবেন প্রোটিয়ারা। তখন সেমিফাইনালে ওঠার জন্য ভারতের সঙ্গে লড়াই হবে বাংলাদেশের। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের জয় প্রার্থনা করবেন শাকিবরা। ভারত জিতে গেলে বাংলাদেশের কোনও সুযোগ থাকবে না।
হেরে গেলেও যে বাংলাদেশের দারুণ সুযোগ থাকবে, সেরকম নয়। স্রেফ অঙ্কের বিচারে কিছুটা সুযোগ থাকবে। কারণ শেষ ম্যাচে ভারত হেরে গেলে রোহিত এবং শাকিবদের পয়েন্ট হবে ছয়। কিন্তু নেট রানরেটের নিরিখে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। ফলে কার্যত কোনও সুযোগ থাকবে না বাংলাদেশের। তাও বাংলাদেশ প্রার্থনা করবে যাতে নিজেরা বড় ব্যবধানে জেতে এবং ভারত বড় ব্যবধানে হারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।