মোতেরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ওভারে ৪/১৬ রানে গুটিয়ে দেওয়া পরে হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি অল-রাউন্ডার র্যাঙ্কিংয়ে মহম্মদ নবিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সেই ম্যাচে ভারত অধিনায়ক আগে ১৭ বলে ৩০ রান করেছিলেন, তারপর তাঁর প্রথম দুই ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপসকে আউট করার সময় একটি কমান্ডিং জয় নিশ্চিত করতে সহায়তা করেছিলেন। হার্দিক পান্ডিয়া এখন ব্যক্তিগত সর্বোচ্চ ২৫০ অলরাউন্ডার র্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করেছেন এবং তালিকার শীর্ষস্থানের জন্য বাংলাদেশের অভিজ্ঞ শাকিব আল হাসানের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছেন।
আরও পড়ুন… IND vs AUS: একটা বল পড়ার আগেই নাগপুরের পিচ নিয়ে হাহুতাশ অজিদের, উঠল ICC-র হস্তক্ষেপ দাবি
বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং এখন T20I বোলিং র্যাঙ্কিংয়ে আট স্থান উঠে ১৩ তম স্থানে উঠে এসেছেন। ভারতের উদীয়মান ওপেনার শুভমন গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলের দুর্দান্ত ১২৬* রানের ইনিংস খেলে বড় সাফ দিয়েছেন। ২৩ বছর বয়সী গিল মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলার পর T20I ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ জনের বাইরে থেকে ১৬৮টি স্থান এগিয়ে নিয়ে ৩০ তম স্থানে উঠে এসেছেন। ভারতের সূর্যকুমার যাদব ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন, যেখানে আফগানিস্তানের স্পিনার রশিদ খান র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার রয়েছেন।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব এবারের র্যাঙ্কিংয়ে ক্ষতির মুখে পড়েছেন। এদিকে র্যাঙ্কিংয়ে আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনও এক নম্বর অবস্থানে রয়েছেন বাবর আজম। একইসঙ্গে বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। এবার, ওয়ানডে বা টি-টোয়েন্টির কথাই বলি না কেন, র্যাঙ্কিংয়ে অনেক রদবদল ও উলট পালটা দেখা গিয়েছে। যাইহোক, এখন সকলের নজর থাকবে আগামী সপ্তাহ থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের দিকে, কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। এই সিরিজের রোমাঞ্চ সামনের কয়েক দিনের জন্য ক্রিকেট ভক্তদের মাথা উঁচু করতে চলেছে।
আরও পড়ুন… IND vs AUS: খেলাতে ফোকাস করুন, পিচে নয়- অজি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিলেন রোহিত
সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এবারও এক নম্বর চেয়ার দখল করছেন সূর্যকুমার যাদব। তবে অবশ্যই পয়েন্টে তাঁর কিছুটা ক্ষতি হয়েছে। আগের র্যাঙ্কিংয়ে তাঁর ৯০৮ রেটিং পয়েন্ট ছিল, যা এখন ৯০৬-এ নেমে এসেছে। এর পরও দুই নম্বর ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। মহম্মদ রিজওয়ানের রেটিং ৮৩৬। এরপর বাবর আজম এখন তিন নম্বর চেয়ারে বসে রয়েছেন। তাঁর রেটিং ৭৭৮। সে একটা জায়গার সুবিধা পেয়েছে। এখন পর্যন্ত তিন নম্বর চেয়ারে থাকা নিউজিল্যান্ডের ডোয়াইন কনওয়ে পৌঁছে গিয়েছেন। যদিও কনওয়ে খুব বেশি পিছিয়ে নেই, তাঁর রেটিং রয়েছে ৭৬৮। পাঁচ নম্বরে আছেন এইডেন মার্করাম। সূর্যকুমার যাদব ছাড়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আর কোনও ভারতীয় খেলোয়াড় দশ নম্বরের মধ্যে নেই। টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রশিদ খান, আর দুই নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ওয়ানডে র্যাঙ্কিং নিয়ে কথা বললে, এখানে এখনও আধিপত্য বজায় রেখেছেন বাবর আজম। তাঁর রেটিং ৮৮৭। এবার ডেভিড ওয়ার্নার এক স্থান লাভ করে তিন নম্বরে উঠে এসেছেন। শুভমন গিল ছয় নম্বরে এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সাত নম্বরে তাঁর অবস্থান ধরে রেখেছেন। নয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা। অর্থাৎ, টিম ইন্ডিয়ার কোনও খেলোয়াড় শীর্ষ তিন-এ না থাকলেও, ভারতের তিনজন খেলোয়াড় সেরা ১০-এ অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ওয়ানডেতে এখনও এক নম্বর বোলার মহম্মদ সিরাজ। তাঁর রেটিং ৭২৯ এবং দ্বিতীয় র্যাঙ্কের জোশ হ্যাজেলউডের রেটিং ৭২৭, অর্থাৎ সিরাজের চেয়ে দুই কম। বোলারদের তালিকায় মহম্মদ সিরাজ ছাড়া আর কোনও ভারতীয় খেলোয়াড় নেই। টেস্টে এখনও এক নম্বর ব্যাটসম্যান মার্নাস লাবুসচেন। টেস্ট সেরা ১০ তালিকায়, ঋষভ পন্ত সাত নম্বরে রয়েছেন, যেখানে অধিনায়ক রোহিত শর্মা এক স্থান হারিয়ে এখন ১০ নম্বরে নেমে এসেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।