শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে একেবারেই ভালো ফর্মে নেই অস্ট্রেলিয়া দল। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত ২-০ ফলে এগিয়ে রয়েছে তারা। আত্মবিশ্বাসের দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া দল। এমন আবহে দেশে ফিরছেন তাদের তারকা বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ফিরছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। পাশাপাশি ফিরে যাচ্ছেন তারকা পেসার জোশ হ্যাজেলউডও। এমন আবহে দাঁড়িয়ে অজি শিবিরের জন্য এল কিছুটা স্বস্তির খবর। তৃতীয় টেস্টে দলে ফিরছেন তাদের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আপাতত ১০০ শতাংশ ফিট তিনি।
আরও পড়ুন…. শোয়েব মালিককে কেন ধমক দিয়েছিলেন সৌরভ? ২০০৫ এর মোহালি টেস্টের গল্প শোনালেন কামরান
শুক্রবারেই গ্রিনকে ফিট ঘোষণা করা হয়েছে। তিনি যে তৃতীয় টেস্টে খেলতে পারবেন সে কথাও জানান হয়েছে। গ্রিনের সুস্থতার পাশাপাশি আরও ভালো খবর রয়েছে অজিদের জন্য। তাদের পেস বোলিংয়ের সেরা অস্ত্র মিচেল স্টার্কও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ফলে তৃতীয় টেস্টে তাঁকেও খেলতে দেখা যেতে পারে। হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে এতদিন দলের বাইরে রয়েছেন গ্রিন। বক্সিং ডে টেস্টের খেলা চলাকালীন গত বছর মেলবোর্নে হাতে চোট পান তিনি। এনরিখ নরকিয়ার একটি বলে আঙুলে চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সি অলরাউন্ডার।
আরও পড়ুন…. কল করলে ধোনি ফোন ধরবে না, কিন্তু আমার কঠিন সময়ে যোগাযোগ করেছিল-কোহলি
ফক্স ক্রিকেটকে গ্রিন জানিয়েছেন, ‘আমি গত টেস্টে খেলার খুব কাছাকাছি ছিলাম। তবে আমি মনে করি হাতে অতিরিক্ত একটা সপ্তাহ পেয়ে যাওয়াতে বিষয়টা আমাকে বেশি সাহায্য করেছে। আরও বেশি ফিট হয়েই আমি তৃতীয় টেস্টে নামব। আমি একশো শতাংশ উজাড় করে দেওয়ার জন্য তৈরি রয়েছি। আমি নেটে সম্ভবত ৪-৫ আগেই প্রথমবার ব্যাট করেছি। পেসারদের বিরুদ্ধেও ব্যাট করেছি। আমি ব্যাট করতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য অনুভব করেছি। বোলিংটা আমি বেশ ভালোই করতে পারছি। আমরা মনে করেছিলাম আঙুলের পিছন দিক দিয়ে বল রোল করলে সেটা বেদনার হতে পারে । তবে আমার কোন অসুবিধা হচ্ছে না। আমি সম্পূর্ণ সুস্থ আছি।’
গ্রিন ভারতে আরও চার মাস থাকবেন বলেই আশা করছি। টেস্ট সিরিজে খেলবেন তিনি। এরপর ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন। তারপরেই যোগ দেবেন আইপিএল-এর আসন্ন মরশুমে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।