ইন্ডিয়ান সুপার লিগে এবারে বেশ ভালোই খেলছে বেঙ্গালুরু এফসি। ওয়েস্ট ব্লক ব্লুজরা এবারে আইএসেলও প্রথম দুই স্থানের মধ্যেই ঘোরাফেরা করছে এবারে। সুনীল ছেত্রীর বয়সের জন্য শুরু থেকে সব ম্যাচে খেলছেন না, ৯০ মিনিট তাঁর পক্ষেও প্রতিযোগিতামুলক ফুটবলে একই উদ্যোমে খেলা কঠিন। যদিও বেঙ্গালুরু জোর্গে পেরেইরা, নিখিল পুজারিরা ভালোই খেলছেন।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
যদিও বেঙ্গালুরু এফসির ফুটবলারদের ব্যক্তিত্ব আবার অনেকের পছন্দ হয়না। কয়েক বছর আগে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সুনীল ছেত্রীর গোলের পর থেকেই বেঙ্গালুরুর প্রতি অনেক ফুটবল সমর্থকই রুষ্ট হয়েছিলেন। ফলে তাঁরা ভারতের নাম করা ক্লাব হলেও জনপ্রিয় ক্লাব কিনা সেই নিয়ে একটা বিতর্কসভা আয়োজন হতেই পারে।
খাবারের ওপর বেঙ্গালুরু এফসির বিজ্ঞাপনের প্রতিবাদ-
এবার সরাসরি বেঙ্গালুরু এফসিকে নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন এক জোম্যাটোর কাস্টোমার। তিনি এম্পায়ার রেস্তোরাঁ থেকে শীতের সন্ধ্যায় একটু শাওয়ার্মা অর্ডার দিয়েছিলেন। নিয়ম মাফিক তিনি ১২ টাকা প্যাকিং চার্জও দেন। কিন্তু হাতে অর্ডার পাওয়ার পরই তিনি ক্ষুব্ধ হন জোম্যাটোর ওপরে। টাকা দিচ্ছেন প্যাকিং চার্জের তিনি, আর সেই সুযোগে বিজ্ঞাপন হচ্ছে বেঙ্গালুরু এফসি? এই মর্মেই প্রতিবাদ জানান তিনি।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
বেঙ্গালুরু এফসির বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন-
আনন্দ নামের সেই এক্স ইউজার প্রশ্ন করেন, ‘হাই জোম্যাটো কেয়ার, আমি শাওয়ার্মা অর্ডার দিয়েছিলাম এম্পায়ার রেস্তোরাঁ ব্যাঙ্গালোর থেকে, আমি ১২ টাকা প্যাকিং চার্জও দিয়েছি। কিন্তু আমি দেখছি আমার খাবারটা বেঙ্গালুরু এফসির বিজ্ঞাপন দিয়ে মোড়া। আমি কেন বেঙ্গালুরু এফসির বিজ্ঞাপনের জন্য টাকা দেব? এরকম আর কত বক্স বিক্রি হয়েছে, যাদের থেকে প্যাকিং চার্জের টাকা নেওয়া হয়েছে তাঁদের কাছে? ’।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
সেই বিজ্ঞাপনে ছবি রয়েছে গুরপ্রীতের-
বিষয় বেশ অপমানজনকই লাগে ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কাছে। কারণ সেই বিজ্ঞাপনে হর্ষ পাত্রের সঙ্গে তাঁরও ছবি ছিল। অপর এক ফুটবলারের ছবি অস্পষ্ট হলেও দেখে মনে হচ্ছে তা নীখিল পূজারির। সেই ছবি পোস্ট করে ক্রেতা বেঙ্গালুরু এফসির বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলতেই পাল্টা গুরপ্রীত সিং সান্ধুও পোস্ট করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।