নিজে ক্রিকেটার হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম পছন্দ যে ফুটবল, সেটা এতদিনে অজানা নয় কারও। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা ছাড়াও এখন পালন করছেন ক্রিকেট প্রশাসকের ভূমিকা। তবে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেননি কখনই। বরং এখনও প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন ফুটবলের সঙ্গে।
এটিকে-মোহনবাগানের সূত্রে সৌরভকে ফুটবল প্রশাসক বললে ভুল বলা হয় না মোটেও। সুযোগ পেলেই ব্যাট-বল ছেড়ে মহারাজ ফুটবলে নিয়ে মাঠে নেমেছেন অতীতে। খেলেছেন প্রদর্শনী ম্যাচও। এহেন সৌরভ স্বাভাবিকভাবেই ইউরো কাপের মতো বড় টুর্নামেন্টে চোখ রেখেছেন।
শনিবার ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচের মাঝেই ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন হৃদরোগে আক্রান্ত হন। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ সাময়িকভাবে বন্ধ থাকে।

দুর্ঘটনার পর থেকেই ফুটবলপ্রেমীদের প্রার্থনা করতে দেখা যাচ্ছে এরিকসেনের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরা। ড্যানিশ ফুটবলারে সুস্থতা কামনা করলেন বিসিসিআই সভাপতি সৌরভও এবং আশা প্রকাশ করেন যে, তারকা ফুটবলার তাড়াতাড়িই মাঠে ফিরবেন।
ইনস্টাগ্রামে এরিকসেনের ছবি পোস্ট করে সৌরভ লেখেন, ‘তুমি সুস্থ হয়ে উঠবে ক্রিশ্চিয়ান এরিকসন। আমরা তোমার জন্য প্রার্থনা করছি। ফুটবল নিশ্চিত তোমাকে মাঠে ফিরতে দেখবে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে হৃদরোদে আক্রান্ত হয়েছিলেন। পুরোপুরি সুস্থ হয়ে তিনি পুরোদস্তুর ফিরে এসেছেন ক্রিকেট প্রশাসনের আঙিনায়।
একা সৌরভই নন, এরিকসেনের জন্য প্রার্থন করেছেন মাইকেল ভন, রশিদ খান, শ্রেয়স আইয়ার, মনোজ তিওয়ারি, অশোক দিন্দা, ইয়ান বেল, রোহন গাভাসকরের মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।