শুভব্রত মুখার্জি: ২০২২ সালটা বার্সেলোনা ক্লাব শেষ করল ড্রয়ের মধ্যে দিয়েই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শেষ করল জয়ের মধ্যে দিয়ে। বলা যায় নতুন বছরে দুই স্প্যানিশ জায়ান্ট পা রাখল সমান পয়েন্ট ঝুলিতে নিয়েই। দুই ক্লাবের দখলেই থাকল ৩৮ পয়েন্ট। তবে বার্সেলোনা -এস্প্যানিওল ম্যাচ খবরের শিরোনামে উঠে এসেছে এক ভিন্ন কারণে।
আরও পড়ুন… তিন ফর্ম্যাটের বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করল BCCI, তালিকায় নেই কোহলি-রোহিত
প্রসঙ্গত কাতার বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল। তবে টুর্নামেন্টের স্মৃতি যেন এখনও টাটকা। মাঝেমধ্যেই ফিরে আসছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ঘটা নানা ঘটনা। এবার চলতি লা লিগাতে বার্সেলোনা বনাম এস্প্যানিওল ম্যাচ যেন আমাদেরকে মনে করিয়ে দিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচকে। কাতার বিশ্বকাপে এক ম্যাচে একাধিক কার্ড দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। আর্জেন্টিনা–নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৮টি কার্ড দেখিয়ে তিনি সকলকে কার্যত চমকে দিয়েছিলেন। এরপরে অবশ্য কাতার বিশ্বকাপে এই স্প্যানিশ রেফারি আর দায়িত্ব পালন করতে পারেননি। লা লিগার মঞ্চে বার্সেলোনা বনাম এস্প্যানিওল ম্যাচে ৪৫ বছর বয়সি রেফারি মোট ১৬টি কার্ড দেখিয়েছেন!
আরও পড়ুন… রীতি মেনে লা লিগার ম্যাচের মাঝেই শুরু খেলনা ও পুতুলের বৃষ্টি- দেখুন সেই ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।