কলকাতায় ১৮ অগাস্ট হওয়ার কথা ছিল এই মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। কিন্তু আরজি হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর নির্মম অত্যাচার এবং খুনের ঘটনায় বাংলার মানুষ বিক্ষিপ্তভাবে প্রতিবাদ জানিয়েছিল। একই সঙ্গে দুষ্কৃতিদের একাংশ আরজি কর হাসপাতালে ঢুকে গিয়ে পুলিশের সামনেই জরুরি বিভাগসহ একাধিক ঘরে ভাঙচুর চালায়, এই পরিস্থিতিতে ডার্বি ম্যাচে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। এরই মধ্যে আর্মির সঙ্গে পুলিশ এবং ডুরান্ড কর্তৃপক্ষের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় কলকাতায় সেই ম্যাচ হবে না, ফলে বড় ম্যাচ দেখার সুযোগ পাননি সমর্থকরা। এবার কলকাতার বাইরে হবে মরশুমের প্রথম ডার্বি ম্যাচ, অর্থাৎ বাঙালির বড় ম্যাচ।
ডুরান্ড কাপে গতবার দুবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম সাক্ষাৎে জিতেছিল ইস্টবেঙ্গল, দ্বিতীয় সাক্ষাৎে ফাইনালে জিতে যায় মোহনবাগান। এবারও দুই ফাইনালিস্টের দেখা হওয়ার সম্ভাবনা ছিল বুধবার পর্যন্ত, কিন্তু ইস্টবেঙ্গল হেরে যেতেই সেই সম্ভাবনায় জল পড়ে যায়। এই আবহেই জানা গেল উত্তর প্রদেশে আগামী মাসের শুরুতেই হবে বাঙালির চিরন্তন ফুটবল উৎসবের অষ্টমি অর্থাৎ বড় ম্যাচ।
সেপ্টেম্বরের ২ তারিখ, লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। এআইএফএফ এবং উত্তর প্রদেশের সরকারের উদ্যোগে হচ্ছে এই ম্যাচ। উত্তর প্রদেশে ফুটবলের প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই স্টেডিয়ামে যাতে ফুটবলাররা বিশ্বমানের পরিষেবা পান, সেই ব্যবস্থা রাখতে বাতিস্তম্ভ পরীক্ষা থেকে শুরু করে অত্যাধুনিক ড্রেসিং রুম সবই রাখা হচ্ছে। কমপক্ষে ১০ হাজার দর্শক এই ম্যাচ দেখতে আসবেন, উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং।
আরও পড়ুন-‘ভালো টাকা পেলে,আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব’! বায়োপিক নিয়ে বললেন রাহুল দ্রাবিড়!
উত্তর প্রদেশে ফুটবলের প্রসার ঘটাতে এমন উদ্যোগ নেব এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। এরপর তাঁর প্রস্তাব গ্রহণ করে সেরাজ্যের সরকার। দুই প্রধানও ভারতে ফুটবলের প্রসারের জন্য এগিয়ে আসে। ইতিমধ্যেই সেরাজ্যের কাশী থেকে রয়েছে আইলিগের ফুটবল দল। আরও বেশি সংখ্যায় যুবরা যাতে এই খেলার প্রতি আকৃষ্টি হয়, সেই জন্যেই এমন অভিনব উদ্যোগ নিল এআইএফএফ এবং উত্ত প্রদেশের সরকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।