ISL 2023-24 Schedule: ২৮ অক্টোবর ফের মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! প্রকাশিত দশম ISL-এর ক্রীড়াসূচি
1 মিনিটে পড়ুন Updated: 07 Sep 2023, 02:51 PM IST-
বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর ক্রীড়াসূচী প্রকাশিত হয়েছে। ২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটি হোস্ট করবে কেরালা। এই ম্যাচটি হবে আইএসএল-এর দশম মরশুমের প্রথম ম্যাচ। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক দল থাকবে। এই মরশুম থেকে আইলিগের দলগুলি আইএসএল-এ যোগ দেবে। পঞ্জাব এফসি, গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা এবারে ডিফেন্ডিং আইএসএল এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। কলকাতার অন্য জায়ান্ট, ইস্টবেঙ্গল চলতি মরশুমের প্রথম ম্যাচে খেলতে নামবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। অক্টোবরের ২৮ তারিখে খেলা হবে এবারের আইএসএল-এর কলকাতা ডার্বি। এদিন মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।