
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আশিক কুরুনিয়ানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়ে সারা মরশুমের জন্য ছিটকে গিয়েছে। এএফসি কাপের ম্যাচে আবার পায়ের গোড়ালিতে চোট পেয়ে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলিকে, গোদের উপর বিষফোঁড়া বুধবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না হুগো বৌমাস এবং জেসন কামিন্সকে। দুই তারকা বিদেশিকে ছাড়াই জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন বাহিনী।
চোটের কারণে জামশেদপুর যাওয়ার আগের দু’দিন অনুশীলনই করতে পারেননি জেসন। মঙ্গলবার সকালে যদিও যুবভারতীতে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু অনুশীলন করেননি বৌমাস। তাঁর প্রবল জ্বর। তাই দুই তারকাকে নিয়ে যাওয়া হয়নি জামশেদপুর। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বাসাযাত্রা মঙ্গলবার বিকেলে জামশেদপুর পৌঁছন মোহনবাগানের ফুটবলাররা।
টানা তিন ম্যাচে জয়ের পরেও, মোহনবাগান সুপার জায়ান্ট লিগ টেবলের তিন নম্বরে রয়েছে। তারাই যেখানে একমাত্র দল, যারা এখনও পর্যন্ত সব ম্যাচেই জিতেছে, তা সত্ত্বেও কী করে তারা তিন নম্বরে? কারণ, অন্যদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে সবুজ-মেরুন বাহিনী। বুধবার ইস্পাতনগরীতে টানা চতুর্থ জয় পেলে তারা ফের চলে যাবে শীর্ষে।
তবে জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো। তিনি বলেছেন, ‘আক্রমণে এবং রক্ষণে ওদের পরিকল্পনা খুবই স্পষ্ট। সেটপিসে ওরা গোল পেয়েছে ঠিকই। কিন্তু ওরা প্রচুর গোলের সুযোগ তৈরিও করে। আক্রমণও তৈরি করে। সেকেন্ড বলের জন্য লড়াই করে। আমার মনে হয়, ম্যাচটা কঠিন হতে চলেছে। কারণ, ওরা খুব আগ্রাসী ও সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে। তা ছাড়া অ্যাওয়ে ম্যাচে খেলাও কঠিন। আমাদের স্মার্ট ফুটবল খেলতে হবে। খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করতে হবে। জায়গা তৈরি করে খেলতে হবে।’
আন্তর্জাতিক ক্যালেন্ডারের জন্য বারবার ইন্ডিয়ান সুপার লিগ ব্যহত হওয়ায় কিছুটা হতাশ হলেও তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান সবুজ-মেরুন কোচ। বলেন, ‘বারবার লিগ ব্যহত হওয়াটা আমার পছন্দ নয় ঠিকই, তবে এটা আমাদের হাতে নেই। আমার হাতে থাকলে হয়তো এই নিয়ে মাথা ঘামাতাম। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ, এএফসি কাপ ম্যাচ থাকলে কিছু করার নেই। বরং প্রস্তুতির জন্য আরও একটু সুবিধা পাওয়া যায়। তবে এতে খেলোয়াড়দের মোটিভেশনের কোনও সমস্যা হয় না। আমরা সবাই পেশাদার। লম্বা ছুটির পর ফের রুটিনে ফিরে যেতে অবশ্য কিছুটা সমস্যা হয়। তবে আমরা রুটিনেই থাকি। কারণ, আমাদের মাঠে থাকতেই বেশি ভাল লাগে।’
সপ্তাহ খানেক আগেই বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচে দু’গোল খাওয়ায় মোহনবাগানের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠলেও কোচের সেই নিয়ে তেমন হেলদোল নেই। বলেন, ‘বসুন্ধরা ম্যাচে বেশি হতাশ হয়েছি আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট হয়ে যাওয়ায়। আসলে ম্যাচের মাঝখানে কেউ চোট পেলে অসুবিধা হয়ে যায়। কিন্তু আমাদের দলে বিকল্প খেলোয়াড় অনেকেই আছে। তাই রক্ষণ নিয়ে খুব একটা চিন্তায় নেই আমি।’
দলের সিস্টেম, ফর্মেশন নিয়েও বেশি মাথা ঘামাতে বারণ করছেন তিনি। ফেরন্দোর দাবি, ‘সিস্টেমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হল আক্রমণের জন্য জায়গা তৈরি করতে পারার দক্ষতা। আমরা ৩-৫-২-এ খেলছি, না অন্য কোনও ফর্মেশনে খেলছি, সেটা বড় ব্যাপার নয়। আক্রমণের নিয়ম বা রক্ষণের নিয়ম একই থাকে। আমি চাই দলের ফুটবলাররা এই নিয়ম ভাল করে মেনে চলুক। ফর্মেশন নির্ভর করে প্রতিপক্ষ কেমন খেলছে, ম্যাচের পরিস্থিতি কেমন, তার ওপর। সময় অনুযায়ী তাতে পরিবর্তনও হয়।’
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ছ’বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। তিনটিতে জামশেদপুর এফসি। বাকি একটি ড্র হয়েছে। তবে এবার পরিসংখ্যানে সমতা আনতে মরিয়া সবুজ-মেরুন।
ম্যাচ- জামশেদপুর এফসি বনাম মোহনবাগান এসজি
ভেন্যু- জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর
সময়- ১ নভেম্বর, ২০২৩, বুধবার, রাত ৮টা
টিভি- ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ, সূর্য মুভিজ- মালয়ালাম
লাইভ স্ট্রিমিং- জিও সিনেমা ও ওয়ানফুটবল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports